শেষ হতে চলেছে এক বছর এগারো দিনের অপেক্ষা।
বেপরোয়া যান শাসন করতে চলতি সপ্তাহেই আবার রাস্তায় নামছেন কলকাতার এক তরুণ পুলিশ অফিসার। ইতিমধ্যেই বেসরকারি হাসপাতালের চিকিৎসক তাঁকে ‘ফিট’ সার্টিফিকেট দিয়েছেন। বাকি রয়েছে শুধু কলকাতা পুলিশ হাসপাতালের চিকিৎসকদের ছাড়পত্র। ওই ছাড়পত্র মিললেই আজ, সোমবার উর্দি পরে, কৃত্রিম পা নিয়ে ফের মহানগরীর রাস্তায় দাঁড়াবেন তিনি। সূত্রের খবর, নতুন ভাবে ওই অফিসার কাজে যোগ দিলে গাড়ির চাপ কম, এমন এলাকাতেই তাঁকে ডিউটি দেওয়া হবে।
পুলিশ জানিয়েছে, ওই অফিসারের নাম সুদীপ রায়। তিনি সাউথ ট্র্যাফিক গার্ডে কর্মরত। ২০১৪-র ব্যাচের এই সার্জেন্টকে গত বছরের ৭ জুন পিষে দিয়েছিল বেপরোয়া একটি মিনিবাস। ডাফরিন রোডে তিনি ডিউটি করার সময়ে ওই দুর্ঘটনা ঘটে। টুকরো হয়ে যাওয়া পেলভিস জয়েন্ট, থেঁতলে যাওয়া পা নিয়ে সুদীপকে ওই দিনই ভর্তি করানো হয় একবালপুরের এক বেসরকারি হাসপাতালে। প্রাণে বেঁচে গেলেও বাদ দিতে হয় তাঁর ডান পা। কিন্তু তাতে ভেঙে পড়েননি ওই অফিসার। সে সময়ে তাঁর পাশে ছিলেন পরিবারের সদস্য এবং কলকাতা পুলিশের কর্তারা। সুস্থ হয়ে ওঠার জন্য তাঁদের পাশাপাশি সুদীপ কৃতিত্ব দিচ্ছেন আর এক অফিসার জয়ন্ত রায়কেও। যিনি সুদীপের দাদা মলয় রায়ের (বর্তমানে পূর্ব যাদবপুর ট্র্যাফিক গার্ডের ওসি) মতোই সব সময়ে তাঁর পাশে থেকেছেন। তাঁকে সাহস জুগিয়েছেন।