Advertisement
২০ এপ্রিল ২০২৪

শহর জুড়ে পরপর দুর্ঘটনা, তিনটি মৃত্যু

গত ৪৮ ঘণ্টায় শহরে পাঁচটি পথ দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন সাত জন। সোমবার সকালে গাড়ির ধাক্কায় মৃত্যু হয় এক বাইকআরোহীর। ঘটনাটি ঘটে ভাঙড় থানার নলমুড়ি এলাকায়। মৃতের নাম নাসিরউদ্দিন মোল্লা (৫৬)। পুলিশ সূত্রে খবর, এ দিন বাসন্তী হাইওয়েতে মোটরবাইকটিকে পিছন থেকে ধাক্কা মারে একটি গাড়ি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০১৭ ০২:১৩
Share: Save:

গত ৪৮ ঘণ্টায় শহরে পাঁচটি পথ দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন সাত জন।

সোমবার সকালে গাড়ির ধাক্কায় মৃত্যু হয় এক বাইকআরোহীর। ঘটনাটি ঘটে ভাঙড় থানার নলমুড়ি এলাকায়। মৃতের নাম নাসিরউদ্দিন মোল্লা (৫৬)। পুলিশ সূত্রে খবর, এ দিন বাসন্তী হাইওয়েতে মোটরবাইকটিকে পিছন থেকে ধাক্কা মারে একটি গাড়ি। ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। এর প্রতিবাদে বাসন্তী হাইওয়ে আধ ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়েরা। পুলিশ গেলে অবরোধ ওঠে। এর আগে রবিবার রাত ন’টা নাগাদ ব্রেস ব্রিজ এবং হাইড রোডের সংযোগস্থলে গাড়ির ধাক্কায় মারা যান এক সাইকেল-আরোহী। পুলিশ জানায়, মৃতের নাম প্রেমচাঁদ ঠাকুর। তিনি মহেশতলার বাসিন্দা। বছর চল্লিশের প্রেমচাঁদকে প্রথমে একবালপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে স্থানান্তরিত করা হয় এসএসকেএমে। সেখানেই তাঁর মৃত্যু হয় বলে জানায় পুলিশ। ওই রাতেই দেড়টা নাগাদ, সরশুনার হোচি মিন সরণিতে গাড়ির ধাক্কায় গুরুতর জখম হন মৃণালকান্তি বিশ্বাস নামে এক যুবক। বিদ্যাসাগর হাসপাতালে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানায়, বছর চল্লিশের মৃণালবাবুর বাড়ি মহেশতলার নতুন পার্কে।

রবিবার রাত এগারোটা নাগাদ বেহালার রামমোহন রায় রোডে নিয়ন্ত্রণ হারিয়ে এক মোটরসাইকেল চালক একটি বাতিস্তম্ভে ধাক্কা মারেন। পুলিশ জানায়, ওই মোটরসাইকেলে চালক-সহ আরও দু’জন আরোহী ছিলেন। তাঁদের কারও মাথায় হেলমেট ছিল না। জখম অবস্থায় তিন জনকেই বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দু’জনকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হলেও এক মোটরসাইকেল আরোহী এখনও হাসাপাতালে ভর্তি।

সোমবার ভোর পাঁচটা নাগাদ বিমানবন্দরে যাওয়ার পথে জনৈক ব্যক্তি বাইপাস সংলগ্ন ক্যাপ্টেন ভেড়ির কাছে এক যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তিনি লালবাজারে ফোন করে ওই যুবকের কথা জানালে পুলিশ তাঁকে উদ্ধার করে। পুলিশ জানায়, জখম যুবকের নাম বলরাম রাজবংশী। তাঁর মাথায় হেলমেট ছিল। ওই যুবক সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একটি লোহার বেড়ায় ধাক্কা মারে ওই যুবক। রাস্তা মেরামতির কাজের জন্য ওই জায়গা লোহার বেড়া দিয়ে ঘেরা ছিল। পুলিশ জানায়, জখম যুবক দমদম পার্কের লালকুঠিতে থাকেন। এই ভোরেই রাজারহাটের বক্সব্রিজে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায়। এই ঘটনায় আহত হন গাড়ির চালক। পুলিশ সূত্রের খবর, গাড়িটি তীব্র গতিতে নিউ
টাউন থেকে সল্টলেকের দিকে যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ডিভাইডারে ধাক্কা মেরে বাঁ দিকে উল্টে যায়। সল্টলেক ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ গিয়ে চালককে উদ্ধার করে।

সোমবার দুপুর একটা নাগাদ রাজাবাজার সায়েন্স কলেজের সামনে একটি গাড়ির ধাক্কায় তিন পথচারী জখম হন। তিন জনকেই এনআরএসে ভর্তি করা হয়। পুলিশ জানায়, জখম ব্যক্তিরা প্রত্যেকেই স্থানীয় বাসিন্দা। গাড়ি এবং গড়ির চালককে আটক করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, জখম তিন ব্যক্তি ডিভাইডার গলে রাস্তা পারাপার করতে যাওয়ায় এই বিপত্তি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Accidents
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE