E-Paper

স্লোগানের প্রতিযোগিতা তাপস ও সব্যসাচীর অনুগামীদের

বিশ্ববাংলা সরণির পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুষ্ঠান ছিল। তিনি এ দিন ওই মঞ্চ থেকে ‘নিজন্ন’ ও ‘সুজন্ন’ নামে দু’টি আবাসন প্রকল্প, ‘সুসম্পন্ন’ নামে একটিআটতলা পার্কিং কমপ্লেক্স, ‘তরণ্য’ নামে একটি ভবনের উদ্বোধন করেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ জুলাই ২০২৫ ০৮:৪৪
(বাঁ দিকে) তাপস চট্টোপাধ্যায়। সব্যসাচী দত্ত (ডান দিকে)।

(বাঁ দিকে) তাপস চট্টোপাধ্যায়। সব্যসাচী দত্ত (ডান দিকে)। —ফাইল চিত্র।

সরকারি অনুষ্ঠান। তবু আচমকা সেখানকার পরিবেশ যেন শাসকদলের জনসভার চেহারা নিল। সেখানে কোন নেতার পক্ষের লোকজনের জমায়েত বেশি, তা বোঝাতে এক পক্ষনিজেদের নেতার নামে স্লোগান দিচ্ছে। অপর পক্ষ দ্বিগুণ গলাচড়িয়ে অন্য নেতার নামে স্লোগান দিচ্ছে। শেষে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে আসরে নামলেন এক নেতা। পুলিশের কড়া ধমকে শেষ পর্যন্ত পরিস্থিতি ঠান্ডা হল।

বৃহস্পতিবার নিউ টাউনে বিশ্ববাংলা সরণির পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুষ্ঠান ছিল। তিনি এ দিন ওই মঞ্চ থেকে ‘নিজন্ন’ ও ‘সুজন্ন’ নামে দু’টি আবাসন প্রকল্প, ‘সুসম্পন্ন’ নামে একটিআটতলা পার্কিং কমপ্লেক্স, ‘তরণ্য’ নামে একটি ভবনের উদ্বোধন করেন। একই সঙ্গে জলপাইগুড়িতে জর্দা নদীর উপরে একটি ফুটব্রিজেরও উদ্বোধন করেন। তরণ্য নামের বাড়িটিতে একটি দোতলা ক্যাফেটেরিয়ার পাশাপাশি থাকবে মুক্ত মঞ্চ এবং ছোটদের পার্ক। মুখ্যমন্ত্রী জানান, ৪৫৫ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয়ে এই প্রকল্পগুলি তৈরি করা হয়েছে। তিনি বলেন, ‘‘প্রত্যেকটি কাজই শেষ। নিউ টাউনে দু’টি বড় আবাসন প্রকল্প হয়েছে আর্থিক ভাবে পিছিয়ে থাকা এবং কম রোজগারের মানুষের জন্য। আমরা চাই, সকলের মাথার উপরে ছাদ থাকুক। সাত একর জমিতে ২৯০ কোটি টাকা খরচ করে বাড়িগুলি তৈরি হয়েছে। ১২১০টি ফ্ল্যাট আছে, যা বহু মানুষের সংস্থান করতে পারবে।’’

কিন্তু সভা শুরুর আগে দেখা যায়, নিউ টাউনের বর্তমান বিধায়ক তাপস চট্টোপাধ্যায় ও প্রাক্তন বিধায়ক সব্যসাচী দত্তের অনুগামীরা দর্শকাসন থেকে নিজ নিজ নেতার নামে স্লোগান দেওয়ার প্রতিযোগিতা শুরু করেছেন। যা থামাতে ছুটে আসেন তাপস। উত্তেজনা নিয়ন্ত্রণে পুলিশকর্মীদের নিয়ে ছুটে আসেন নিউ টাউন পুলিশের এক বড় কর্তাও।

উল্লেখ্য, নিউ টাউন বিধানসভার রাজনীতিতে তাপস ও সব্যসাচীর মধ্যে রাজনৈতিক টানাপড়েন বহুচর্চিত। এ দিনও মঞ্চে দলনেত্রীর পাশে দাঁড়িয়ে তাপসকে নিজেরঅনুগামীদের দিকে এবং সব্যসাচীকে তাঁর অনুগামীদের দিকে হাত নেড়ে চিহ্নিত করতে দেখা যায়। যদিও তাঁরা দু’জনেই বিষয়টিকে দলীয় আবেগ বলে ব্যখ্যা করেছেন। অবশ্য এ দিন তাঁদের নিরপেক্ষ ভাবে সমর্থকদের শান্ত থাকতে আহ্বান করতেও দেখা যায়।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

TMC Tapas Chattapadhyay Sabyasachi Dutta

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy