বেশ কয়েক হাজার টাকা একসঙ্গে তুলে অন্য একজনকে গুনতে দিয়েছিলেন এক ব্যক্তি। সেই ব্যক্তি টাকা গুনে প্রাপকের হাতে দিয়েই তাড়াতাড়ি চম্পট দেন। কিন্তু টাকার গোছা হাতে নিয়েই সন্দেহ হয় নেতাজিনগরের বাসিন্দা দেবাশিস পোদ্দারের। তিনি নিজে গুনে দেখেন, টাকার গোছায় ৩৩ হাজার টাকার মধ্যে ৭ হাজার টাকা কম রয়েছে। এর পরেই সম্বিৎ ফেরে দেবাশিসবাবুর। শনিবার দুপুরে নেতাজিনগরের বাঁশদ্রোণী মার্কেটে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। দেবাশিসবাবু লিখিত অভিযোগ দায়ের করেন।