Advertisement
২০ এপ্রিল ২০২৪
school

প্রি-বোর্ডের পরীক্ষা পিছোচ্ছে বেশ কিছু স্কুল

আইসিএসই এবং আইএসসি-র দ্বিতীয় সিমেস্টারের পরীক্ষা এপ্রিলের শেষ সপ্তাহে হবে বলে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে সিআইএসসিই বোর্ড।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২২ ০৭:২৩
Share: Save:

আইসিএসই এবং আইএসসি-র দ্বিতীয় সিমেস্টারের পরীক্ষা এপ্রিলের শেষ সপ্তাহে হবে বলে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে সিআইএসসিই বোর্ড। সেই সঙ্গে তারা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, দ্বিতীয় সিমেস্টারের পরীক্ষার আগে প্রি-বোর্ড পরীক্ষা স্কুল কর্তৃপক্ষকে নিতে হবে মার্চের শেষে অথবা এপ্রিলের গোড়ায়।

অধিকাংশ স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন, তাঁরা প্রথমে প্রি-বোর্ডের পরীক্ষা চলতি মাসের শেষে নেওয়ার পরিকল্পনা করলেও এখন বোর্ডের নির্দেশ মেনে তা নেবেন মার্চের শেষে বা এপ্রিলের প্রথমে। তবে কিছু স্কুল জানিয়েছে, তারা চলতি মাসেই প্রি-বোর্ডের পরীক্ষা নেবে। এই নিয়ে অসন্তুষ্ট পরীক্ষার্থী এবং অভিভাবকদের একাংশ। নির্দেশ সত্ত্বেও কেন আগে প্রি-বোর্ডের পরীক্ষা নেওয়া হচ্ছে, সেই প্রশ্ন তুলেছেন তাঁরা।

হেরিটেজ স্কুলে দশম ও দ্বাদশের প্রি-বোর্ডের পরীক্ষা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বলে জানালেন অধ্যক্ষা সীমা সাপ্রু। তিনি বলেন, ‘‘আমরা সাধারণত বোর্ডের পরীক্ষার মাস দেড়েক আগে প্রি-বোর্ডের পরীক্ষা নিই। ওই পরীক্ষা দেওয়ার পরে পড়ুয়ারা বুঝতে পারে, কোন দিকগুলিতে তাদের খামতি রয়েছে। সেই অনুযায়ী তাদের ফের তৈরি করা হয়।’’

তবে বোর্ডের পরীক্ষার্থীদের একাংশের অভিযোগ, তাদের এখনও দ্বিতীয় সিমেস্টারের পাঠ্যক্রম শেষ হয়নি। দ্বাদশ শ্রেণির এক পড়ুয়ার কথায়, ‘‘মাস দেড়েক হল, দ্বিতীয় সিমেস্টারের পাঠ্যক্রম পড়ানো শুরু হয়েছে। এত তাড়াতাড়ি প্রি-বোর্ডের পরীক্ষা দেব কী ভাবে?’’ কিছু পরীক্ষার্থী অবশ্য জানিয়েছে, তাদের পাঠ্যক্রম শেষ। ফেব্রুয়ারিতে প্রি-বোর্ডের পরীক্ষা দিতে অসুবিধা হবে না।

কিছু স্কুল জানিয়েছে, ছাত্রছাত্রীদের কথা ভেবে তারা প্রি-বোর্ডের পরীক্ষা চলতি মাস থেকে পিছিয়ে মার্চের শেষে বা এপ্রিলের প্রথমে নেবে। রামমোহন মিশন হাইস্কুলের অধ্যক্ষ সুজয় বিশ্বাস জানান, তাঁদের প্রি-বোর্ডের পরীক্ষা ফেব্রুয়ারিতে হওয়ার কথা থাকলেও তা মার্চের শেষে নেওয়া হবে। ক্যালকাটা বয়েজের অধ্যক্ষ রাজা ম্যাকগি জানান, এখনও তাঁদের প্রি-বোর্ডের পরীক্ষার রুটিন তৈরি হয়নি। দ্রুত তা তৈরি করে পরীক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

school ICSE CBSE Exam
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE