Advertisement
০৮ নভেম্বর ২০২৪
Malaria

কলকাতায় ম্যালেরিয়ায় মৃত্যু বেহালার যুবকের! সংক্রমণ যে হচ্ছে, মানছে জেলা প্রশাসন

সূত্রের খবর, মৃত ব্যক্তির বাড়ি বেহালার শখের বাজারে। তাঁর বয়স ৪৫ বছর। বিষ্ণুপুরের ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে প্রথমে তাঁকে ভর্তি করানো হয়েছিল। পরে তাঁকে টালিগঞ্জের এমআর বাঙুর হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তাঁর মৃত্যু হয়।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০১ অগস্ট ২০২৪ ২৩:০২
Share: Save:

কলকাতায় এক ম্যালেরিয়ায় আক্রান্তের মৃত্যু হয়েছে। সূত্রের খবর, দিন কয়েক আগে মৃত্যু হয়েছে যুবকের। যদিও স্বাস্থ্য ভবনের তরফে এই বিষয়ে কিছু জানানো হয়নি। ম্যালেরিয়া যে হচ্ছে, তা মেনে নিয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলা স্বাস্থ্য প্রশাসন।

সূত্রের খবর, মৃত ব্যক্তির বাড়ি বেহালার শখের বাজারে। তাঁর বয়স ৪৫ বছর। বিষ্ণুপুরের ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে প্রথমে তাঁকে ভর্তি করানো হয়েছিল। পরে তাঁকে টালিগঞ্জের এমআর বাঙুর হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তাঁর মৃত্যু হয়।

গত মাসে আলিপুরদুয়ারে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। তার বয়স ১৬ বছর। মৃত্যুর ১২ দিন পর খবরটি প্রকাশ্যে আসে। জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা যায়, প্রথমে কিশোরকে তাঁর পরিবার হাতুড়ে চিকিৎসকের কাছে নিয়ে গিয়েছিল। পরে অবস্থার অবনতি হলে সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল কিশোরকে। যদিও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। ছেলেটির জ্বরের খবর অনেক দেরিতে পেয়েছিল স্বাস্থ্য দফতর। চলতি বছর আলিপুরদুয়ারে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা প্রায় ৯০ ছুঁয়েছে। ডেঙ্গির প্রকোপও দেখা গিয়েছে।

অন্য বিষয়গুলি:

Malaria Dengue Mosquito
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE