কাল, বৃহস্পতিবার বড়দিন উপলক্ষে উত্তর-দক্ষিণ এবং পূর্ব-পশ্চিম মেট্রোয় বিশেষ পরিষেবা চালু থাকবে। উত্তর-দক্ষিণ মেট্রোয় দুই প্রান্তিক স্টেশন থেকে রাতের শেষ ট্রেন অন্য দিনের চেয়ে কিছুটা দেরিতে ছাড়বে। শহিদ ক্ষুদিরাম স্টেশন থেকে রাত সাড়ে ১০টায় দক্ষিণেশ্বর অভিমুখে এবং দক্ষিণেশ্বর থেকে রাত ১০টা ২৩ মিনিটে শেষ ট্রেন ছাড়বে। দুপুর ২টো ৪০ মিনিট থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত উত্তর-দক্ষিণ মেট্রোয় সাত মিনিটের ব্যবধানে ট্রেন চলবে। সারা দিনে আপ এবং ডাউন মিলিয়ে চলবে ২২৪টি ট্রেন। তবে, সকালে প্রথম ট্রেন ছাড়ার সময় অপরিবর্তিত থাকছে। পূর্ব-পশ্চিম মেট্রোয় বৃহস্পতিবার সারা দিনে ২০১টি ট্রেন চালাবেন কর্তৃপক্ষ। ওই মেট্রোয় বিকেল ৪টে ২৫ মিনিট থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত ছ’মিনিট অন্তর ট্রেন মিলবে। সেক্টর ফাইভ থেকে রাতের অন্তিম ট্রেন হাওড়া ময়দান অভিমুখে ৯টা ৫৫ মিনিটে এবং হাওড়া ময়দান থেকে সেন্ট্রাল পার্ক অভিমুখে রাত ১০টা ৫ মিনিটে ছাড়বে।
এ ছাড়াও, কাল রাজ্য পরিবহণ নিগম পার্ক স্ট্রিট থেকে বিশেষ বাস পরিষেবা চালু রাখছে। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ওই পরিষেবা পাবেন যাত্রীরা। পার্ক স্ট্রিট থেকে হাওড়া স্টেশন, পর্ণশ্রী, জোকা, বালিগঞ্জ, গড়িয়া, কামালগাজি, নিউ টাউন, বাগবাজার, পাইকপাড়া, ডানলপ অভিমুখে ওই পরিষেবা মিলবে। ইকো পার্ক যাওয়ার জন্য বিভিন্ন গন্তব্য থেকে সারা দিন বাস চলবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)