আজ, বড়দিনের সন্ধ্যায় পার্ক স্ট্রিট এবং ময়দান স্টেশন দিয়ে যাতায়াত মসৃণ রাখতে বিশেষ ব্যবস্থা নিচ্ছেন মেট্রো কর্তৃপক্ষ। পার্ক স্ট্রিট স্টেশনের ছ’টি গেটের মধ্যে ময়দান সংলগ্ন দু’নম্বর এবং পার্ক স্ট্রিট সংলগ্ন তিন নম্বর গেট দিয়ে যাত্রীরা ঢুকতে পারবেন। পাশাপাশি, জাদুঘর সংলগ্ন এক নম্বর, মেয়ো রোড সংলগ্ন পাঁচ নম্বর ও কিড স্ট্রিট সংলগ্ন ছ’নম্বর গেট দিয়ে যাত্রীরা বেরিয়ে আসতে পারবেন। তবে, চার নম্বর গেট বন্ধ থাকবে। একই ভাবে ময়দান স্টেশনে জীবনদীপ সংলগ্ন দু’নম্বর ও কনক বিল্ডিং সংলগ্ন তিন নম্বর গেট দিয়ে যাত্রীরা স্টেশনে ঢুকতে পারবেন। ওই স্টেশনে ইলিয়ট পার্ক সংলগ্ন গেট দিয়ে যাত্রীরা শুধুমাত্র বেরিয়ে আসতে পারবেন।
মেট্রোর পক্ষ থেকে ভিড় নিয়ন্ত্রণে এসপ্লানেড, পার্ক স্ট্রিট, ময়দান, রবীন্দ্র সদন, দমদম, দক্ষিণেশ্বর স্টেশনে বিশেষ প্রস্তুতি থাকছে। বাড়তি বাহিনী মোতায়েন ছাড়াও কুইক রেসপন্স টিম প্রস্তুত রাখা হচ্ছে। যাতে আপৎকালীন পরিস্থিতি দ্রুত সামাল দেওয়া যায়। মহিলা এবং শিশুদের নিরাপত্তার কথা মাথায় রেখে মহিলা রক্ষী মোতায়েন করা ছাড়াও সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি চলবে। ওই লক্ষ্যে কন্ট্রোল রুমে বাড়তি কর্মী রাখা হচ্ছে।
পার্ক স্ট্রিট এবং ময়দান মেট্রো স্টেশনের ভিড় সামাল দিতে মেট্রোকর্মীদের কাছে হাতে ধরে রাখার বিশেষ মাইক, দড়ি-সহ একাধিক ব্যবস্থা থাকবে। ওই দুই স্টেশনে প্রবেশপথের ভিড় নিয়ন্ত্রণে রাখতে মেট্রো রেল পুলিশের সঙ্গেও সমন্বয় থাকবে মেট্রো কর্তৃপক্ষের।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)