মহালয়ার দিন থেকেই কলকাতার ঘাটগুলিকে তৈরি রাখার কাজ শুরু করে দিল কলকাতা পুরসভা। তর্পণ উপলক্ষে আজ, রবিবার সকাল থেকে ঘাটগুলিতে ভিড় হতে পারে। সেই কারণে শনিবার সকাল থেকে বিভিন্ন ঘাটে বিশেষ জাল পাতার ব্যবস্থা করেছে কলকাতা পুরসভা।সেখানে দড়ির মাথায় ভাসমান বল লাগিয়ে কত দূর পর্যন্ত জলের মধ্যে যাওয়া যাবে, সেই দিক-নির্দেশও করে দেওয়া হয়েছে।
পুরসভা সূত্রের খবর, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মীরা এ দিন থেকেই কলকাতার ২০টি ঘাট প্রস্তুত রাখার কাজ শুরু করে দিয়েছেন। কলকাতা পুলিশও এ ব্যাপারে সক্রিয় হয়েছে। তর্পণের দিন অপ্রীতিকর ঘটনা এড়াতে কড়া নজরদারির বন্দোবস্ত করা হয়েছে বলে লালবাজার সূত্রের খবর।
জানা গিয়েছে, কলকাতা পুলিশের তরফে ৩৮টি ঘাটে তর্পণের জন্য আলাদা করে নজরদারির ব্যবস্থা করা হয়েছে। শনিবার রাত তিনটে থেকে পুলিশকর্মীদের ঘাটের ধারে কাজে যোগ দেওয়ার কথা। স্পিড বোট ও লঞ্চ থেকে জলে নজরদারি চালানো হবে। রাখা হচ্ছে প্রয়োজন মতো ঘোষণা করার ব্যবস্থাও। জলের পাশাপাশি নজরদারি চালানো হবে ঘাটেও। এ জন্য আলাদা করে সিসি ক্যামেরা বসানো হয়েছে বেশ কয়েকটি ঘাটে। প্রতিটি ঘাটে বিপর্যয় মোকাবিলা বাহিনীর দু’জন করে সদস্য মোতায়েন থাকছেন। নিমতলা,বাজেকদমতলা এবং গোয়ালিয়র ঘাটে বাড়তি নজরদারি চালানো হবে বলে পুলিশ সূত্রের খবর। উপ-নগরপাল এবং যুগ্ম-নগরপাল পদমর্যাদার অফিসারেরাও ঘাটের নজরদারির দায়িত্বে থাকবেন বলে লালবাজার জানিয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)