জরুরি পণ্যের দাম সঠিক নেওয়া হচ্ছে কিনা, তা খতিয়ে দেখতে সোমবার নিউ টাউনের চারটি বাজারে হানা দিল প্রশাসন। সেই সঙ্গে যাতে অত্যাবশকীয় পণ্য সরকার
নির্ধারিত দামের থেকে বেশি দামে যেন বিক্রি না করা হয়, তা নিয়ে ওই সব বাজারের ব্যবসায়ীদের সতর্কও করা হয়েছে।
এ দিন নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি (এনকেডিএ), বিধাননগরের মহকুমা শাসকের দফতর, পুলিশ-সহ একাধিক দফতর মিলিয়ে টাস্ক ফোর্স তৈরি করে নতুন ও পুরনো হকার মার্কেট, আইবি/বিবি কমিউনিটি মার্কেট ও সিবি মার্কেটে হানা দেওয়া হয়। এনকেডিএ সূত্রের খবর, অত্যাবশকীয় পণ্যের দাম ওই সব বাজারে বেশি নেওয়া হচ্ছে বলে তাদের কাছে খবর এসেছিল।
আধিকারিকেরা জানান, বাজারগুলিতে হানা দিয়ে ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়েছে পণ্যের দাম নিয়ে স্বচ্ছতা বজায় রাখতে। দামের তালিকা প্রদর্শন করতে।
ব্যবসায়ীদের কাছে পণ্যের সংগ্রহও খতিয়ে দেখা হয়েছে। সরকারি নিয়ম না মানলে কঠিন ব্যবস্থা নেওয়া হবে— তা-ও ব্যবসায়ীদের জানানো হয়েছে বলেই জানিয়েছেন আধিকারিকেরা। আগামী দিনেও নির্ধারিত সময় অন্তর এমন
হানা চলবে বলে এনকেডিএ জানিয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)