পরীক্ষা শুরু হয়ে গিয়েছে ১৫ জানুয়ারি। অথচ সেই পরীক্ষায় বসার জন্য ফর্ম পূরণের নয়া নির্দেশ জারি হল! এমন ‘তাজ্জব’ নির্দেশিকা কলকাতা বিশ্ববিদ্যালয়ের।
এই বিশ্ববিদ্যালয় অনুমোদিত কলেজগুলিতে স্নাতক স্তরের তৃতীয় ও পঞ্চম সিমেস্টারের অনার্স,জেনারেল এবং মেজর পরীক্ষা শুরু হয়েছে ১৫ জানুয়ারি। তিন দিন অনার্সের পরীক্ষা হয়েও গিয়েছে। এরই মধ্যে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামকের দফতর থেকে কলেজ কর্তৃপক্ষদের কাছে এক নির্দেশিকা পাঠানো হয়েছে। তাতে জানানো হয়েছে, বিএ, বি এসসি, বি কম তৃতীয় ও পঞ্চম সিমেস্টারের অনার্স, জেনারেল, মেজর (চয়েস বেসড ক্রেডিট সিস্টেম) এবং পুরনো পদ্ধতির পরীক্ষার্থীদের ফর্ম পূরণের জন্য ওয়েবসাইট এ দিন সকাল ১০টা থেকে আজ, বুধবার সকাল ১০টা পর্যন্ত ফের খোলা হয়েছে। পরীক্ষার্থীদের ফর্ম পূরণ এবং তা অনুমোদনের জন্য কলেজগুলিকে পোর্টাল মঙ্গলবার বিকেল পাঁচটা থেকে বুধবার বেলা ১২টা খোলা রাখতে হবে। আরও বলা হয়েছে, সব পড়ুয়া যে ফর্ম পূরণ করেছেন, তা যেন কলেজ নিশ্চিত করে। এমনকি কয়েক জন অধ্যক্ষ জানাচ্ছেন, উচ্চশিক্ষা দফতর থেকে তাঁদের ফোন করেও বিষয়টি জানানো হয়েছে।
মণীন্দ্রচন্দ্র কলেজের অধ্যক্ষ মন্টুরাম সামন্ত জানালেন, এ দিন উচ্চশিক্ষা দফতর থেকে তাঁকে ফোন করে জানানো হয়, পরীক্ষার ফর্ম পূরণের জন্য পোর্টাল খোলা
হচ্ছে। মন্টুরামবাবু বলেন, ‘‘এমন কাণ্ড আগে কখনও শুনিনি। রুটিন অনুযায়ী পরীক্ষা শুরু হওয়ার পরে কী ভাবে আবার ফর্ম পূরণ হতে পারে?’’ নিউ আলিপুর কলেজের অধ্যক্ষ জয়দীপ ষড়ঙ্গী জানালেন, নির্দেশ মতো তাঁরা পোর্টাল খোলার বিষয়টি ওয়েবসাইট এবং সামাজিক মাধ্যমে জানিয়ে দিয়েছেন।