Advertisement
১৬ এপ্রিল ২০২৪

দুর্ঘটনায় রাশ টানতে পথে

ছুটির দিনে ‘ঘুম’ ছুটে গেল কলকাতা পুলিশের ট্র্যাফিক বিভাগের কর্তাদের!শনিবার বিকেলে আচমকাই উপরওয়ালার ফোন পেয়েছিলেন কলকাতার ট্র্যাফিক বিভাগের অফিসারেরা। নির্দেশ এসেছিল আজ, সোমবার থেকেই শুরু করতে হবে পথ নিরাপত্তা সপ্তাহ।

শিবাজী দে সরকার ও কুন্তক চট্টোপাধ্যায়
শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০১৭ ০২:৪২
Share: Save:

ছুটির দিনে ‘ঘুম’ ছুটে গেল কলকাতা পুলিশের ট্র্যাফিক বিভাগের কর্তাদের!

শনিবার বিকেলে আচমকাই উপরওয়ালার ফোন পেয়েছিলেন কলকাতার ট্র্যাফিক বিভাগের অফিসারেরা। নির্দেশ এসেছিল আজ, সোমবার থেকেই শুরু করতে হবে পথ নিরাপত্তা সপ্তাহ। সেই অনুষ্ঠানের আয়োজন করতে রবিবারের ছুটি বাতিল করে অফিসে আসতে হয়েছে বহু পদস্থ অফিসারকে।

দেশজুড়ে জানুয়ারি মাসে পথ নিরাপত্তা সপ্তাহের আয়োজন করা হয়। পথ নিরাপত্তায় গত জুলাই থেকে রাজ্যে চালু হয়েছে ‘সেফ ড্রাইফ, সেভ লাইফ’-এর প্রচারও।

তা হলে কেন আচমকা পথ নিরাপত্তা সপ্তাহের আয়োজন? পুলিশের একাংশ মেনে নিচ্ছেন, ‘সেফ ড্রাইফ, সেভ লাইফ’ প্রচার চালিয়ে কিছুটা লাভ হয়েছে। কিন্তু যতটা প্রভাব আশা করা হয়েছিল ততটা বাস্তবে দেখা যাচ্ছে না। সাম্প্রতিক কালে ঘটে যাওয়া একাধিক দুর্ঘটনা প্রশাসনকে চিন্তায় ফেলেছে। তার মধ্যে হুগলির গুড়াপে গায়ক কালিকাপ্রসাদের মৃত্যুর ঘটনা যেমন রয়েছে, তেমনই রয়েছে বৃহস্পতিবার রাতে মোটরবাইক দুর্ঘটনায় অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের নাতি রণদীপ বসুর গুরুতর আহত হওয়ার ঘটনাও। মাধ্যমিক পরীক্ষার আগে হেলমেট ছাড়া বেপরোয়া গতির বাইকে চেপে দুর্ঘটনায় মারা গিয়েছিলেন এক পরীক্ষার্থীও।

লালবাজার সূত্রে জানা গিয়েছে, সেই সব ঘটনার পরিপ্রেক্ষিতে শনিবার নবান্নে রাজ্য পুলিশের ডিজি ও সিপিকে নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে ফের পথ নিরাপত্তা সপ্তাহের আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয় এবং নির্দেশ আসে সোমবার থেকেই শুরু হবে এই অনুষ্ঠান।

প্রসঙ্গত, ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ প্রচার শুরু হওয়ার পরেই কিন্তু সিঙ্গুরের কাছে দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। যদিও ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ প্রকল্পে পুরোপুরি সাফল্য মিলছে না, এ কথা মানছেন না পুলিশকর্তারা। লালবাজারের এক শীর্ষ কর্তার মন্তব্য, ‘‘প্রতি বছরই ফেব্রুয়ারি-মার্চে পথ নিরাপত্তা সপ্তাহ পালন করা হয়। এ বছর সেটা কিছুটা পিছিয়েছে।’’

লালবাজার সূত্রে জানা গিয়েছে, আজ, সোমবার সকাল ৯টা পার্ক সার্কাস সাত মাথার মোড়ে পুলিশ কমিশনার রাজীব কুমার এই অনুষ্ঠানের সূচনা করবেন। ৭ এপ্রিল বডিগার্ড লাইনে অনুষ্ঠানের সমাপ্তি হবে। এই কয়েক দিনে স্কুলপডুয়া, গাড়িচালক, স্থানীয় বাসিন্দাদের
নিয়ে শহরের বিভিন্ন মোড়ে পথ দুর্ঘটনা নিয়ে সচেতনতা বাড়ানো হবে। চড়া রোদে রাস্তায় কর্মরত ট্র্যাফিক পুলিশকর্মীদের ছাতা এবং ওআরএস বিলি করবেন পুলিশ কমিশনার। শহরের দশটি মোড়ে দুর্ঘটনা সংক্রান্ত শিল্প নির্দশনের প্রদর্শনীও করা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Road Safety Week Safe Drive Save Life Accidents
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE