শিয়ালদহ স্টেশন রোড থেকে এক মাদক কারবারীকে আটক করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। — নিজস্ব চিত্র।
বর্ষবরণের আগে বিপুল পরিমাণ মাদক উদ্ধার শহরে। বিশেষ সূত্রে খবর পেয়ে শিয়ালদহ স্টেশন রোড থেকে এক মাদক কারবারীকে আটক করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। পরে তাঁকে গ্রেফতার করা হয়। ওই ব্যক্তির থেকে উদ্ধার করা হয়েছে ১.০১৬ কেজি হেরোইন। যার মূল্য ৫.০৮ কোটি টাকা।
বিশেষ সূত্রে খবর পেয়ে শুক্রবার এন্টালি থানা এলাকার শিয়ালদহ স্টেশন রোডে তল্লাশি চালায় এসটিএফ। সেখান থেকেই প্রসেনজিৎ সরকার নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। তাঁর থেকে উদ্ধার হয় এক কেজিরও বেশি হেরোইন। ২৬ বছরের প্রসেনজিতের বাড়ি নদিয়ার শান্তিপুরে।
শুক্রবারই প্রসেনজিৎকে গ্রেফতার করে পুলিশ। শনিবার তাঁকে কলকাতার বিচার ভবনে বিশেষ এনডিপিএস (নার্কোটিক ড্রাগ অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্স) আদালতে পেশ করা হয়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy