মস্তিষ্কে সংক্রমণে আড়াই বছর শয্যাশায়ী থাকার পরে মৃত্যু হল ইঞ্জিনিয়ারিংয়ের কৃতী ছাত্র, লেক গার্ডেন্সের বাসিন্দা অর্ণব দত্তের। মস্তিষ্কে অস্ত্রোপচারের পর তাঁর মাথায় খুলির একটি অংশ হারিয়ে ফেলার অভিযোগ উঠেছিল কসবার এক বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে। বৃহস্পতিবার জ্বর নিয়ে বাইপাসের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়ার পরে শুক্রবার সেখানেই মারা যান তিনি। পরিবারের দাবি, চিকিৎসায় অবহেলার জেরেই এই মৃত্যু। এ দিনই পঞ্চসায়র থানায় ওই হাসপাতাল এবং সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তাঁরা।
মস্তিকে রক্তক্ষরণের কারণে ২০১৩ সালের জানুয়ারি মাসে অর্ণবের মাথায় জটিল অস্ত্রোপচার হয় কসবার হাসপাতালে। খুলে রাখা হয় মাথার খুলির একটি অংশ। অভিযোগ, খুলির সেই অংশ হারিয়ে ফেলেন হাসপাতাল কর্তৃপক্ষ। পরিবার প্রশ্ন তোলে, শহরের এক নামী হাসপাতাল থেকে এ ভাবে রোগীর মাথার খুলির অংশ কী ভাবে উধাও হতে পারে? ২০১৪ সালের ডিসেম্বরে কৃত্রিম খুলি প্রতিস্থাপন করা হয় অর্ণবের।