মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সহবাস এবং জোর করে গর্ভপাত করানোর অভিযোগে গ্রেফতার করা হল কলকাতা মেডিক্যাল কলেজের এক পড়ুয়াকে। বান্ধবীর অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে একাধিক বার বান্ধবীর সঙ্গে তিনি শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন। যার ফলে বান্ধবী তিন বার অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন। কিন্তু প্রতি বারই তিনি গর্ভপাত করিয়ে দিয়েছেন। বান্ধবীর সম্মতি ছাড়াই করানো হয়েছে গর্ভপাত।
মেডিক্যাল কলেজের পড়ুয়ার বিরুদ্ধে পাটুলি থানায় অভিযোগ দায়ের করেন তাঁর বান্ধবী। অভিযোগপত্রে জানিয়েছেন, ওই পড়ুয়ার সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। একাধিক বার তাঁর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছেন। কিন্তু মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে এই সহবাস করা হয়েছে। এর ফলে পর পর তিন বার অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তরুণী। অভিযোগ, গর্ভপাতে তাঁর সম্মতি ছিল না। তিন বারই গর্ভপাত করিয়ে দেওয়া হয়েছে জোর করে।
আরও পড়ুন:
তরুণীর অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ করে পাটুলি থানার পুলিশ। তাঁর বয়ান রেকর্ড করা হয়। প্রাথমিক ভাবে তরুণীর মেডিক্যাল পরীক্ষাও করানো হয়। এ ছাড়া, স্থানীয় কয়েক জনকে জিজ্ঞাসাবাদ করে তাঁদের বয়ান রেকর্ড করেন তদন্তকারীরা। উপযুক্ত তথ্যপ্রমাণ জোগাড় করা হয়। তার পর বৃহস্পতিবার গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত মেডিক্যাল কলেজে পড়াশোনা করেন এবং বৌবাজার থানা এলাকায় নিউ বয়েজ় হস্টেলে থাকেন। বান্ধবীর অভিযোগ প্রসঙ্গে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।