Advertisement
০৮ মে ২০২৪

রাজ্যপালের আশ্বাসে উঠে গেল বিক্ষোভ

রাজ্যপালের আশ্বাসে অবশেষে অবস্থান বিক্ষোভ থেকে সরে দাঁড়ালেন আর আহমেদ ডেন্টাল কলেজ ও হাসপাতালের পড়ুয়ারা।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৫ ০০:১৮
Share: Save:

রাজ্যপালের আশ্বাসে অবশেষে অবস্থান বিক্ষোভ থেকে সরে দাঁড়ালেন আর আহমেদ ডেন্টাল কলেজ ও হাসপাতালের পড়ুয়ারা।

বুধবারই বিক্ষোভকারী পড়ুয়ারা জানিয়েছিলেন, শাসক দলের চাপেই কর্তৃপক্ষ সময়ে নির্বাচন করতে চাইছেন না। তাই তাঁরা অবস্থান চালিয়ে যাবেন। বৃহস্পতিবার সকাল থেকেই তাঁদের অবস্থান চলছিল। এই সময়ে তাঁদের সঙ্গে আলোচনায় বসতে চান উপ-স্বাস্থ্য অধিকর্তা প্রদ্যুৎ বিশ্বাস, হাসপাতালের সুপার, প্রিন্সিপাল-সহ সমস্ত বিভাগীয় প্রধানেরা। আলোচনায় বসার পাশাপাশি পড়ুয়াদের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল রওনা হয় রাজভবনের উদ্দেশে। আলোচনার পরই ছাত্ররা অবস্থান তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয়। এবিভিপি-র পক্ষ থেকে অভিষেক হালদার বলেন, ‘‘মাননীয় রাজ্যপাল এবং শিক্ষকেরা আমাদের আশ্বাস দিয়েছেন তাঁরা যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন প্রক্রিয়া শুরু করাবেন। তাঁদের প্রতি সম্মান জানিয়েই আমরা এই অবস্থান তুলে নিচ্ছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Student R Ahmed dental college governor
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE