Advertisement
১১ মে ২০২৪
Swine flu

Swine Flu: কোভিড ত্রাসের মধ্যে শহরে হঠাৎ হানা সোয়াইন ফ্লু-র, সরকারি হিসাবে আক্রান্ত ৩

এ ছাড়া ‘ইনফ্লুয়েঞ্জা-এ’ ভাইরাসে আক্রান্ত হয়ে দু’জন দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। আগে দু’জন এই রোগকে হারিয়ে বাড়ি ফিরেছেন।

প্রতীকী ছবি

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৯ জুন ২০২১ ১৯:০৮
Share: Save:

করোনা ত্রাসের মধ্যেই শহরে সোয়াইন ফ্লু-র সংক্রমণ শুরু হয়েছে। সরকারি হিসাব অনুসারে এখনও পর্যন্ত শহরে ৩ সোয়াইন ফ্লু আক্রান্তের সন্ধান পাওয়া গেলেও, বেসরকারি মতে আরও ৩ জন এই রোগে সাম্প্রতিক অতীতে আক্রান্ত হয়েছিলেন বা এখনও আক্রান্ত আছেন। যার ফলে চিন্তা বাড়ছে চিকিৎসক মহলে।

স্বাস্থ্য ভবনের সূত্রে খবর, জুন মাসের মাঝামাঝি পর্যন্ত রাজ্যে ৩ জন সোয়াইন ফ্লু-তে আক্রান্ত হয়েছেন। পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলি সূত্রে জানা গিয়েছে, আলিপুরের বেসরকারি হাসপাতালে এক সোয়াইন ফ্লু আক্রান্ত ভর্তি রয়েছেন। আরও একজন আগেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। এখনও যিনি ভর্তি আছেন, তিনি দক্ষিণ কলকাতার বাসিন্দা। বয়স ৬০ বছরের কাছাকাছি। চিকিৎসকরা জানিয়েছেন, কো-মর্বিডি়টি রয়েছে তাঁর। একাধিকবার কোভিড পরীক্ষার পরও কোভিড ধরা না পড়ায় চিকিৎসকরা এইচ ওয়ান এন ওয়ান পরীক্ষা করান, তাতেই সোয়াইন ফ্লু ধরা পড়ে।

এর আগে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে এক আক্রান্তের চিকিৎসা হয়েছে, তাঁর বয়স ৫০। তিনিও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ ছাড়া ‘ইনফ্লুয়েঞ্জা-এ’ ভাইরাসে আক্রান্ত হয়ে দু’জন দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। আরও দু’জন এই ভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা করিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Swine flu
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE