Advertisement
৩০ সেপ্টেম্বর ২০২৩

ছাড়পত্র পেল উচ্চতম বাড়ি

পুরসভা সূত্রে জানা গিয়েছে, ওই ধরনের উঁচু বাড়ি নির্মাণ করতে গেলে পুর প্রশাসন আগে বিমানবন্দর কর্তৃপক্ষের অনুমতি নিতে বলে।

আকাশছোঁয়া: ফের শুরু হবে জওহরলাল নেহরু রোডে এই বাড়িটির নির্মাণকাজ। ছবি: রণজিৎ নন্দী

আকাশছোঁয়া: ফের শুরু হবে জওহরলাল নেহরু রোডে এই বাড়িটির নির্মাণকাজ। ছবি: রণজিৎ নন্দী

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০১৮ ০১:১০
Share: Save:

শহিদ মিনারের উচ্চতা ৪৮ মিটার। তার অন্তত ৫ গুণ, ২৬০ মিটারের বাড়ি তৈরি হচ্ছে ৪২ নম্বর জওহরলাল নেহরু রোডে। শহরে এটিই সর্বোচ্চ। বিমানবন্দর কর্তৃপক্ষের অনুমোদন না মেলায় ৬২তলা ওই বাড়ির কাজ এত দিন আটকে ছিল। সম্প্রতি বিমানবন্দর কর্তৃপক্ষের ছাড়পত্র মিলেছে।

পুরসভা সূত্রে জানা গিয়েছে, ওই ধরনের উঁচু বাড়ি নির্মাণ করতে গেলে পুর প্রশাসন আগে বিমানবন্দর কর্তৃপক্ষের অনুমতি নিতে বলে। বিমানবন্দরের ছাড়পত্র মিললে তবেই পুরসভার বিল্ডিং দফতর নকশা অনুমোদন করে। ওই বাড়িটির নির্মাণকারী সংস্থা বিমানবন্দর কর্তৃপক্ষের কাছ থেকে আগেই বাড়িটি বানানোর ছাড়পত্র পেয়েছিল। কিন্তু ছাড়পত্রের মেয়াদের মধ্যে সেটির নি‌র্মাণকাজ শেষ না হওয়ায় ওই অনুমতি বাতিল হয়ে যায়। পুরসভার এক ইঞ্জিনিয়ার জানান, আবার অনুমোদন চেয়ে আবেদন করে নির্মাণকারী সংস্থাটি। কিন্তু বিমানবন্দর কর্তৃপক্ষ বাড়িটির উচ্চতা কমিয়ে তবেই অনুমতি দেন। কিন্তু তত দিনে পুরনো নকশা অনুযায়ী বাড়িটির কাঠামো তৈরি হয়ে গিয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষের ছাড় না মেলায় বাকি কাজ আটকে থাকে।

এর পরেই দিল্লি হাইকোর্টে মামলা করে নির্মাণকারী সংস্থাটি। বিমানবন্দর কর্তৃপক্ষ ফের ওই সংস্থাকে ছাড়পত্রের জন্য আবেদন জানাতে বলেন। সম্প্রতি সেই আবেদনের ভিত্তিতে ২৬০ মিটার উচ্চতায় বাড়িটি তৈরি করার ছাড়পত্র দিয়েছেন বিমানবন্দর কতৃর্পক্ষ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE