সিআইএসসিই বোর্ডের দশম শ্রেণির আইসিএসই এবং দ্বাদশের আইএসসি প্রথম সিমেস্টারের পরীক্ষা এই প্রথম হতে চলেছে অনলাইনে। প্রতিটি প্রশ্নই হবে এমসিকিউ (মাল্টিপল চয়েস কোয়েশ্চেন) গোত্রের। এই পরীক্ষা কী ভাবে নেওয়া হবে এবং তার জন্য পড়ুয়াদের কী পদ্ধতিতে পড়ানো হবে, তা নিয়ে এ বার প্রশিক্ষণ দেওয়া হবে সিআইএসসিই বোর্ডের অধীনে থাকা স্কুলগুলির শিক্ষক-শিক্ষিকাদের। বোর্ডের সচিব জেরি অ্যারাথুন একটি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছেন, ১৫ সেপ্টেম্বরের পর থেকে শিক্ষকদের প্রতিটি বিষয়ে আলাদা ভাবে প্রশিক্ষণ দেওয়া হবে। এই প্রশিক্ষণ শিবির হবে অনলাইনে।
করোনা আবহে এ বছর সিআইএসসিই বোর্ডের আইসিএসই এবং আইএসসি পরীক্ষা বাতিল হয়েছে। করোনা এখনও বিদায় নেয়নি। এর পরের বারও যাতে পরীক্ষা বাতিল করতে না হয়, তার জন্য আগে থেকেই পরিকল্পনা করতে শুরু করেছে বোর্ড। এ বছরই প্রথম আইসিএসই এবং আইএসসি-র একটি পরীক্ষাকে দু’টি সিমেস্টারে ভাগ করা হয়েছে। প্রথম সিমেস্টারের পরীক্ষা হবে ১৫ নভেম্বর থেকে, অনলাইনে। দ্বিতীয় সিমেস্টারের দিন এখনও ঘোষণা হয়নি। সূত্রের খবর, দ্বিতীয় সিমেস্টার হতে পারে মার্চ বা এপ্রিল নাগাদ। তখন করোনা পরিস্থিতির উন্নতি হলে সেই পরীক্ষা অফলাইনেও হতে পারে। দ্বিতীয় সিমেস্টারের পরীক্ষা অবশ্য শুধু এমসিকিউ পদ্ধতিতে হবে না। সব ধরনের প্রশ্নই আসবে।
এই প্রথম আইসিএসই এবং আইএসসি-র সমস্ত বিষয়ের সব প্রশ্ন এমসিকিউ আকারে আসছে। ফলে স্বভাবতই কী ভাবে এর জন্য প্রস্তুতি নিতে হবে, তা নিয়ে অনেক পড়ুয়াই উদ্বিগ্ন। সিআইএসসিই অনুমোদিত একটি স্কুলের অধ্যক্ষ জানান, এমসিকিউ-র সমস্ত প্রশ্নের ঠিক উত্তর দিতে গেলে প্রতিটি অধ্যায়ই খুঁটিয়ে পড়তে হবে।