এয়ার ইন্ডিয়ার বিমানে ফের প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়ল। সান ফ্রান্সিসকো থেকে কলকাতা হয়ে মুম্বইগামী একটি এয়ার ইন্ডিয়ার বিমানের বাঁ দিকের ইঞ্জিনে যান্ত্রিক গোলযোগ ধরা পড়ে। যাত্রীদের বিমান থেকে নামিয়ে আনা হয়। পিটিআই সূত্রে খবর, তাঁদের কেউ কেউ বিকল্প বিমানে মুম্বইয়ের উদ্দেশে রওনা দেন। বাকিদের একটি হোটেলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে উড়ান সংস্থা। ওই উড়ানটি মঙ্গলবারের জন্য বাতিল করা হয়েছে।
এয়ার ইন্ডিয়ার এআই ১৮০ বিমানটি আমেরিকার সান ফ্রান্সিসকো থেকে কলকাতা হয়ে মুম্বইয়ে যাওয়ার কথা ছিল। সোমবার রাত পৌনে ১টা নাগাদ দমদমে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছোয় এয়ার ইন্ডিয়ার বিমানটি। বোয়িং ৭৭৭-২০০ এলআর বিমানটি কলকাতা বিমানবন্দরে সময় মতোই অবতরণ করে। কিন্তু কলকাতা থেকে মুম্বইয়ের উদ্দেশে রওনা দিতে দেরি হতে থাকে।
কলকাতা থেকে রাত ২টোর সময় বিমানটির মুম্বইয়ের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরেও বিমানটি রওনা হয়নি। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, বিমানটিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ার কারণেই এই বিপত্তি। বিমানের বাঁ দিকের ইঞ্জিনে কিছু প্রযুক্তিগত সমস্যার কারণে সেটি আটকে পড়ে বলে জানায় পিটিআই।
সোমবার রাতের ওই ঘটনা নিয়ে এখনও পর্যন্ত কোনও বিবৃতি আসেনি উড়ান সংস্থার তরফে। তবে পিটিআই জানিয়েছে, ভোর ৫টা ২০ মিনিট নাগাদ সকল যাত্রীকে বিমান থেকে নেমে যেতে বলা হয়। এআই ১৮০-র পাইলট ঘোষণা করেন, বিমানের সুরক্ষাজনিত কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রীদের বিমান থেকে নামানোর পরে এয়ার ইন্ডিয়ার ওই বিমানটিকে দমদম বিমানবন্দরে টারম্যাকে নিয়ে যাওয়া হয়। বিমানবন্দরে উড়ান সংস্থার কর্মীরা (গ্রাউন্ড স্টাফ) ইঞ্জিনের সমস্যাটি খতিয়ে দেখছেন।
পরে সূত্র মারফত পিটিআই জানায়, যাত্রীদের জন্য ‘বিশেষ ব্যবস্থা’ করা হয় উড়ান সংস্থার তরফে। যাত্রীদের একাংশ বিকল্প মুম্বইগামী বিমানের ব্যবস্থা করার জন্য অনুরোধ করেন কর্তৃপক্ষকে। কেউ কেউ বিকল্প বিমানে মুম্বই যাত্রার সুবিধা পেলেও বাকিদের অপেক্ষা করতে হয় কলকাতা বিমানবন্দরেই। পরে এয়ার ইন্ডিয়ার এক আধিকারিক যাত্রীদের জানান, মুম্বইগামী বিমানগুলিতে আসন বিশেষ ফাঁকা নেই। এই অবস্থায় যাত্রীদের একটি হোটেলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে উড়ান সংস্থা। উড়ান সংস্থা এই প্রস্তাবে যাত্রীদের রাজিও করিয়ে নেয়। দুপুর ১২টায় এক প্রতিবেদনে পিটিআই জানায়, যাত্রীদের খাবারের ব্যবস্থা করেছে উড়ান সংস্থা এবং হোটেলে নিয়ে যাওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে।
আরও পড়ুন:
গত ১২ জুন অহমদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমান। অহমদাবাদ বিমানবন্দর থেকে রওনা দেওয়ার কিছু ক্ষণের মধ্যেই সেটি ভেঙে পড়ে বসতি এলাকায়। এক জন যাত্রী ছাড়া বাকি সকলেরই মৃত্যু হয়।
অহমদাবাদের ওই বিমান বিপর্যয়ের পরে গত রবিবারও এয়ার ইন্ডিয়ার একটি বিমানে যান্ত্রিক গোলযোগ ধরা পড়ে। রবিবার দুপুরে উত্তরপ্রদেশের হিন্দন বিমানবন্দর থেকে কলকাতার উদ্দেশে রওনা দেওয়ার আগে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের আইএক্স ১৫১১ নম্বরের বিমানে ত্রুটি ধরা পড়ে। বিমানের পাইলট যখন রানওয়ে থেকে উড়ানের প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই ধরা পড়ে ওই ত্রুটি। গোলযোগের জেরে প্রায় এক ঘণ্টা রানওয়েতেই দাঁড়িয়ে ছিল বিমানটি। পরে অবশ্য বিমানটি গন্তব্যের উদ্দেশে রওনা দেয়। রবিবারের ওই ঘটনার পরে সোমবার রাতে ফের যান্ত্রিক ত্রুটি ধরা পড়ল এয়ার ইন্ডিয়ার বিমানে।