কলকাতায় তাপমাত্রা ফের কমল। দক্ষিণবঙ্গের পারদ নেমে গেল ছ’ডিগ্রির ঘরে! আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত কয়েক দিন তাপমাত্রা এমন থাকবে। উত্তুরে হাওয়া অবাধে প্রবেশ করছে রাজ্যে। কোথাও বৃষ্টির সম্ভাবনাও নেই। ফলে জাঁকিয়ে শীত অনুভূত হচ্ছে সর্বত্র। সেই সঙ্গে রয়েছে কুয়াশার দাপট।
গত মঙ্গলবার কলকাতায় তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে নেমেছিল। তার পর পারদ কিছুটা চড়লেও শীতে ঘাটতি নেই। বৃহস্পতিবার ১১ ডিগ্রির ঘরে থাকার পর শুক্রবার কিছুটা বেড়ে শহরের সর্বনিম্ন তাপমাত্রা হয়েছিল ১২.১ ডিগ্রি সেলসিয়াস। তবে শনিবার ফের পারদ নিম্নমুখী। শহরের সর্বনিম্ন তাপমাত্রা ফের পৌঁছে গিয়েছে ১১.৫ ডিগ্রি সেলসিয়াসে, স্বাভাবিকের চেয়ে যা ২.৫ ডিগ্রি কম। এ ছাড়া, শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ২২.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ২.১ ডিগ্রি কম।
আরও পড়ুন:
রাজ্যের সর্বত্র কুয়াশার সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। তার জন্য দৃশ্যমানতা কমতে পারে ৯৯৯ মিটার থেকে ২০০ মিটার পর্যন্ত। কোনও কোনও জেলায় বেলা পর্যন্ত কুয়াশার পূর্বাভাস রয়েছে। তবে উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে কুয়াশার কারণে দৃশ্যমানতা ১৯৯ মিটার থেকে ৫০ মিটারে নেমে আসতে পারে।
গত সপ্তাহেও দার্জিলিঙে হালকা বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা ছিল। আপাতত তা নেই। রাজ্যের সর্বত্র শুকনো আবহাওয়া থাকবে। আগামী সাত দিন উত্তর বা দক্ষিণবঙ্গের কোথাও রাতের তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপর একটি গভীর নিম্নচাপ রয়েছে। তা গত ২৪ ঘণ্টায় ক্রমশ উত্তর-পশ্চিম দিকে এগিয়েছে। শনিবার বিকেলের দিকে এই নিম্নচাপ শ্রীলঙ্কার উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করবে। পশ্চিমবঙ্গের উপর তার সরাসরি কোনও প্রভাব পড়ছে না। হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে দুই থেকে তিন ডিগ্রি নীচে থাকবে।
চলতি মরসুমে শুরু থেকেই শীতে দাপট দেখাচ্ছে দক্ষিণবঙ্গ। দক্ষিণের একাধিক জেলার তাপমাত্রা উত্তরবঙ্গের চেয়েও নেমে যাচ্ছে। দার্জিলিং ছাড়া উত্তরের বাকি সব শহরকেই টেক্কা দিচ্ছে দক্ষিণের ঠান্ডা। শনিবার দার্জিলিঙের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩.২ ডিগ্রি সেলসিয়াস, রাজ্যে সর্বনিম্ন। তবে তার পরে সর্বনিম্ন তাপমাত্রার তালিকায় আর উত্তরের কেউ নেই। রয়েছে বীরভূমের শ্রীনিকেতন। শনিবার সেখানে পারদ নেমেছে ৬.৬ ডিগ্রিতে। এ ছাড়াও একাধিক জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে রয়েছে। কল্যাণীতে ৭.৭ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ায় ৭.২ ডিগ্রি সেলসিয়াস, বর্ধমানে ৮.৬ ডিগ্রি সেলসিয়াস, কলাইকুণ্ডায় ৮.৬ ডিগ্রি সেলসিয়াস, আসানসোলে ৮.৮ ডিগ্রি সেলসিয়াস, বহরমপুরে ৮.৬ ডিগ্রি সেলসিয়াস, সিউড়িতে ৮.২ ডিগ্রি সেলসিয়াস, উলুবেড়িয়ায় ৯ ডিগ্রি সেলসিয়াস, দিঘায় ৯ ডিগ্রি সেলসিয়াস, কাঁথিতে ৯ ডিগ্রি সেলসিয়াস, পানাগড়ে ৯.৪ ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়ায় ৯.৪ ডিগ্রি সেলসিয়াস, ব্যারাকপুরে ৯.৮ ডিগ্রি সেলসিয়াস, ঝাড়গ্রামে ৯ ডিগ্রি সেলসিয়াস, ক্যানিংয়ে ১০.৪ ডিগ্রি সেলসিয়াস, কৃষ্ণনগরে ১০.২ ডিগ্রি সেলসিয়াস, ডায়মন্ড হারবারে ১০.৫ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে পারদ।
উত্তরবঙ্গের কালিম্পঙে সর্বনিম্ন তাপমাত্রা ৮.৩ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া, মালদহে ৯.৭ ডিগ্রি সেলসিয়াস, জলপাইগুড়িতে ৯.৪ ডিগ্রি সেলসিয়াস, আলিপুরদুয়ার ও রায়গঞ্জে ৯ ডিগ্রি সেলসিয়াস এবং বালুরঘাটে ৯.৪ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে পারদ।