ডিসেম্বর মাসের অর্ধেক পেরিয়ে গেল। এখনও হাড়কাঁপানো ঠান্ডার দেখা মেলেনি। বরং সোমবার কলকাতায় এক ধাক্কায় স্বাভাবিকের উপরে উঠে গেল সর্বনিম্ন তাপমাত্রা। রাজ্যের অন্য জেলগুলিতেও তাপমাত্রা বেড়েছে। তবে একাধিক জায়গায় সকালের দিকে কুয়াশার সতর্কতা রয়েছে।
রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস। সোমবার তা বেশ খানিকটা বেড়ে হয়েছে ১৬.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে যা ০.১ ডিগ্রি বেশি। এমনকি, রবিবারের সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে বেশি ছিল। পারদ উঠেছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।
আরও পড়ুন:
সোমবার দক্ষিণবঙ্গের মধ্যে সবচেয়ে কম তাপমাত্রা ছিল শ্রীনিকেতনে (১১.৪ ডিগ্রি সেলসিয়াস)। এ ছাড়া সর্বনিম্ন তাপমাত্রা একাধিক জায়গায় ছিল ১৫ ডিগ্রির নীচে। মেদিনীপুরে ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস, দিঘায় ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস, উলুবেরিয়ায় ১৩ ডিগ্রি সেলসিয়াস, ডায়মন্ড হারবারে ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ায় ১৩ ডিগ্রি সেলসিয়াস, বহরমপুরে ১২.৪ ডিগ্রি সেলসিয়াস, ক্যানিংয়ে ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস, কাঁথিতে ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস, বর্ধমানে ১৪ ডিগ্রি সেলসিয়াস, আসানসোলে ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস, পানাগড়ে ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস, সিউড়িতে ১৪ ডিগ্রি সেলসিয়াস, ব্যারাকপুরে ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস, কল্যাণীতে ১২.২ ডিগ্রি সেলসিয়াস এবং ঝাড়়গ্রামে ১৩.৭ ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল পারদ।
উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিঙে ৬.৪, কোচবিহারে ৯.১, জলপাইগুড়িতে ১০.৮, আলিপুরদুয়ারে ৯, কালিম্পঙে ১০.৫ ডিগ্রি ছিল সর্বনিম্ন তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সাত দিন উত্তর বা দক্ষিণবঙ্গে তাপমাত্রায় খুব বেশি হেরফেরের সম্ভাবনা নেই। রাজ্যের সর্বত্র শুকনো আবহাওয়া থাকবে। তবে সোমবার উত্তর ও দক্ষিণের সব জেলাতেই সকালের দিকে কুয়াশার সম্ভাবনা রয়েছে। এর ফলে দৃশ্যমানতা ৯৯৯ মিটার থেকে ২০০ মিটার পর্যন্ত নামতে পারে।