তুলনায় বড় পুজো কম। রাত বাড়লে গাড়ির চাপ কিছুটা হলেও কমে যায়। সেই সুযোগেই উদ্দাম গতিতে মোটরবাইক কিংবা গাড়ি চালিয়ে যায় একদল।
গত কয়েক বছর ধরেই ঘটছে এমন ঘটনা। কোন কোন জায়গায় এমন ঘটনা ঘটেছিল তা চিহ্নিত করে এ বছর কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছিল। ওই সব থানা এলাকা ছাড়াও অন্যান্য রাস্তা এবং উড়ালপুলেও নজরদারি চলেছিল। তার জেরে পুজোর সময়ে মত্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে বিমানবন্দর এলাকা, নিউ টাউন, ভিআইপি রোড থেকে ৬১৯ জনকে গ্রেফতার করে বিধাননগর পুলিশ। এ ছাড়াও বেপরোয়া ভাবে গাড়ি চালানো, হেলমেট না পরা-সহ একাধিক ট্র্যাফিক নিয়ম না মানার অভিযোগ রয়েছে।
পুজোর দিনগুলিতে বিধাননগর কমিশনারেট এলাকায় ৪,৬০৪টি গাড়িতে নাকা তল্লাশি হয়েছিল। পুলিশের তথ্য অনুযায়ী দেখা গিয়েছে, গত বছরের তুলনায় এ বছর মত্ত অবস্থায় গাড়ি চালানোর ঘটনা বেড়েছে। যা নিয়ে চিন্তিত পুলিশ প্রশাসন। তবে ট্র্যাফিক আইন ভাঙায় কড়া মনোভাব দেখানোয় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায়নি বলে দাবি তাদের। যদিও লাগাতার প্রচার এবং কড়া পদক্ষেপ করে এই প্রবণতা কমাতে চাইছে পুলিশ। দর্শনার্থীদের ভিড় এবং গাড়ির চাপ কমতেই গভীর রাত কিংবা ভোরের দিকে বেপরোয়া গতিতে এবং মত্ত অবস্থায় গাড়ি চালানোর ঘটনা ঘটেছে।