Advertisement
০৩ মে ২০২৪
Crime

প্রবাসীর উপরে হামলায় অবশেষে ধৃত প্রোমোটার

গত ২৯ জানুয়ারি রবীন্দ্র সরোবর থানায় দায়ের করা লিখিত অভিযোগে জিষ্ণু নাথ নামে ওই ব্যক্তি জানিয়েছিলেন, তিনি সম্প্রতি আমেরিকা থেকে ফেরার পরে বাড়ির সংস্কারে হাত দেন।

Representative Image

—প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৪ ০৮:১৫
Share: Save:

দাবি মতো টাকা না দেওয়ায় এক প্রবাসীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছিল এক প্রোমোটার ও তাঁর দলবলের বিরুদ্ধে। সেই ঘটনার ১০ দিন পরে মূল অভিযুক্ত এবং তাঁর ভাইকে গ্রেফতার করল রবীন্দ্র সরোবর থানার পুলিশ। ধৃতদের নাম খোকন সর্দার এবং কুমার সর্দার। বৃহস্পতিবার সকালে কাঁকুলিয়া রেলগেট সংলগ্ন এলাকা থেকে প্রোমোটার খোকনকে গ্রেফতার করা হয়। পরে বেলার দিকে লেক রোড থেকে ধরা হয় তাঁর ভাই কুমার ওরফে ভাইলোকে। এই ঘটনায় আগেই গ্রেফতার করা হয়েছে ভোলা প্রামাণিক নামে আর এক ব্যক্তিকে।

গত ২৯ জানুয়ারি রবীন্দ্র সরোবর থানায় দায়ের করা লিখিত অভিযোগে জিষ্ণু নাথ নামে ওই ব্যক্তি জানিয়েছিলেন, তিনি সম্প্রতি আমেরিকা থেকে ফেরার পরে বাড়ির সংস্কারে হাত দেন। অভিযোগ, সংস্কার চলাকালীন টাকা দাবি করেন খোকন ও তাঁর শাগরেদরা। কিন্তু জিষ্ণু টাকা দিতে রাজি না হওয়ায় খোকন এবং কুমার দলবল নিয়ে তাঁর উপরে হামলা চালান। একটি নির্মীয়মাণ বাড়িতে নিয়ে গিয়ে জিষ্ণুকে বেধড়ক পেটানো হয়। চোখে মারাত্মক আঘাত পান তিনি। এর পরেই ওই ব্যক্তি থানায় অভিযোগ দায়ের করেন। আমেরিকান দূতাবাসেও তিনি ঘটনার বিষয়ে বিস্তারিত জানান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

arrest rabindra sarobar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE