Advertisement
০৩ মে ২০২৪

জামিন হল না সেই জগজিতের

সরকারি কৌঁসুলি (পিপি) শাশ্বতগোপাল মুখোপাধ্যায় জানান, জগজিতের বিরুদ্ধে অভিযোগ, পানশালায় নাচগানের আসরের অছিলায় তিনি আদতে নারী পাচার করতেন।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০১৮ ০১:৪৩
Share: Save:

নারী পাচারে অভিযুক্ত, লেকটাউন-বাগুইআটি এলাকার একাধিক পানশালার মালিক জগজিৎ সিংহের জামিনের আবেদন খারিজ হয়ে গেল হাইকোর্টে। বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ জামিনের আবেদন খারিজ করে নিম্ন আদালতে ওই মামলার বিচার শুরু করতে নির্দেশ দিয়েছে রাজ্যকে।

সরকারি কৌঁসুলি (পিপি) শাশ্বতগোপাল মুখোপাধ্যায় জানান, জগজিতের বিরুদ্ধে অভিযোগ, পানশালায় নাচগানের আসরের অছিলায় তিনি আদতে নারী পাচার করতেন। ন’মাস আগে তাঁকে গ্রেফতার করেছিল বিধাননগর কমিশনারেটের পুলিশ। তদন্তে পুলিশ জানতে পারে, তিনি বহু পানশালার মালিক। আরও কিছু পানশালা তাঁর তত্ত্বাবধানে চলছে। ওই সব পানশালায় নাচগানের জন্য এ রাজ্যের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে মহিলাদের নিয়ে আসতেন জগজিৎ। তাঁদের তিনি যৌন ব্যবসায় নামাতেন। পুলিশ জেনেছে, মহিলাদের জোর করেও যৌন ব্যবসায় নামানো হত। পিপি জানান, এ কাজে জগজিৎকে সাহায্য করতেন আজমল সিদ্দিকি ও মুন্দ্রা নামে দুই ব্যক্তি।

এ দিন জগজিতের আইনজীবী সন্দীপন গঙ্গোপাধ্যায় এবং রুদ্রদীপ্ত নন্দী জামিনের আবেদনে জানান, মামলার চার্জশিট পেশ হয়ে গিয়েছে। তাও নিম্ন আদালতে বিচার শুরু হচ্ছে না। তাই জামিন দেওয়া হোক।

পিপি বলেন, জগজিৎ প্রভাবশালী এবং নারী পাচারের মতো গুরুতর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। তাঁর দাবি, মামলার সাক্ষী এক মহিলাকে এই বলে হলফনামা দেওয়ানো হয়েছে যে, জগজিতের বিরুদ্ধে তাঁর অভিযোগ নেই। এ থেকেই বোঝা যায়, জগজিৎ কতটা প্রভাবশালী। পিপি জানান, নিম্ন আদালতে বিবিধ আবেদন জানিয়ে বিচার প্রক্রিয়ায় দেরি করছেন অভিযুক্ত। দু’পক্ষের বক্তব্য শুনে জামিনের আবেদন খারিজ করে দেয় ডিভিশন বেঞ্চ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE