বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল এক রকম। আর, পুরসভার আলো বিভাগের বিজ্ঞপ্তিতে বহাল থাকল পুরনো নির্দেশিকাই! যা ঘিরে দানা বেঁধেছে বিতর্ক।
গত ১৯ জুলাই পুর ভবনে টেলিকম পরিষেবা সংস্থা, ইন্টারনেট পরিষেবা সংস্থা এবং কেব্ল অপারেটরদের সঙ্গে পুর কর্তৃপক্ষের বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল, শহরে কেব্ল এবং ইন্টারনেট সংযোগের তার সরানোর কাজে নজরদারি চালাবে পুরসভার আলো বিভাগ। বৈঠকে মেয়র পারিষদ (আলো) সন্দীপরঞ্জন বক্সী বলেছিলেন, ‘‘শহর জুড়ে বিভিন্ন পরিষেবার তার সরানোর কাজে নজরদারি চালাবেন ডিজি (আলো)। তিন পক্ষের সবাইকে কোনও কাজ করতে হলে আগে তাঁকে জানাতে হবে।’’
অথচ, গত ১৬ অগস্ট সেই আলো বিভাগের তরফেই এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তারের জট সরানোর কাজে নজরদারি করবে কেব্ল অপারেটর্স ফোরাম। স্বভাবতই প্রশ্ন উঠেছে, এই কাজের দায়িত্ব কেব্ল অপারেটরদের দিলে আসল উদ্দেশ্য সিদ্ধ হবে তো? বিজ্ঞপ্তি প্রসঙ্গে বিজেপির পুরপ্রতিনিধি সজল ঘোষ বলেন, ‘‘আসলে তারের জট সরানোর কাজে সদিচ্ছার অভাব আছে পুর কর্তৃপক্ষেরই। তাই বৈঠকে এক রকম সিদ্ধান্ত হলেও বিজ্ঞপ্তিতে উল্টো প্রতিফলন দেখা যাচ্ছে।’’ মেয়র পারিষদ (আলো) অবশ্য বলেন, ‘‘ভুলবশত ওই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আমরা সেটি বাতিল করছি।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)