আইআইএম কলকাতার হস্টেলে বহিরাগত এক তরুণীকে ধর্ষণে অভিযুক্ত পরমানন্দ মহাবীর টোপ্পানাওয়ার ওরফে পরমানন্দ জৈনকে এখনই হস্টেলে বা শিক্ষাঙ্গনে থাকার অনুমতি দিচ্ছেন না কর্তৃপক্ষ। জামিনে মুক্ত এমবিএ দ্বিতীয় বর্ষের ছাত্রটিকে অবশ্য ক্লাস করতে অনুমতি দেওয়া হয়েছে। আজ, সোমবার তিনি বাইরে থেকে ক্যাম্পাসে ক্লাস করতে যাবেন বলে জানা গিয়েছে।
আইআইএম কলকাতার ইতিহাসে ক্যাম্পাসে ধর্ষণের ঘটনা নজিরবিহীন। ঘটনাটি নিয়ে ছাত্র, শিক্ষক মহলে অস্বস্তি রয়েছে। অভিযুক্ত নিম্ন আদালতে জামিন পেলেও বিষয়টি নিয়ে পুরোপুরি নিশ্চিত নন অনেকেই। আইআইএমের অভ্যন্তরীণ অভিযোগ কেন্দ্রেও তদন্ত চলছে। হস্টেলে ওই ছাত্রের ঘরটি এখনও বন্ধ। পুলিশের কাছে ঘরের চাবি। ছাত্রটির আইনজীবী কণিষ্ক রবীন্দ্রন রবিবার বলেন, ‘‘পরমানন্দ আইআইএম কর্তৃপক্ষকে ইমেল করে ক্লাস করার অনুমতি চেয়েছিল। আমরা খুশি অনুমতি মিলেছে। তবে তদন্ত চলছে বলে অভিযুক্তকে ক্যাম্পাসে থাকতে দিতে ওঁরা রাজি নন। আমরা সবার সঙ্গেই সহযোগিতা করছি।’’ পরমানন্দের মোবাইলের পাসওয়ার্ড খুলে পুলিশের সামনে তথ্য তুলে দেওয়া এখনও হয়নি। আগামী ১ অগস্ট তা আলিপুরে ম্যাজিস্ট্রেটের সামনে হতেও পারে। অভিযোগকারিণী মেয়েটির আদালতে গোপন জবানবন্দি এখনও হয়নি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)