Advertisement
০৪ জুন ২০২৪

চার্চে চুরি খাস কলকাতায়

দুষ্কৃতীরা কী ভাবে সকলের চোখ এড়িয়ে গির্জার ভিতরে থেকে গেল, না, তা জানতে চার্চের নিরাপত্তারক্ষী এবং অন্য কর্মীদের জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। সন্দেহভাজনদের নামের তালিকা নিয়ে খোঁজখবর চলছে।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৯ অগস্ট ২০১৮ ০৪:৪০
Share: Save:

ধর্মস্থানে চুরি!

চুরি হয়ে গেল সেন্ট পলস ক্যাথিড্রালে। চুরি যাওয়া অর্থ ও সামগ্রী উদ্ধারে ক্যাথিড্রাল-কর্তৃপক্ষ রাজ্য সরকারের দ্বারস্থ হয়েছেন বলে প্রশাসনিক সূত্রের খবর।

পুলিশি সূত্রে জানা গিয়েছে, মধ্য কলকাতার ক্যাথিড্রাল রোডে অবস্থিত সেন্ট পলস ক্যাথিড্রালে চুরির ঘটনাটি ঘটেছে শনিবার মাঝরাতে। অভিযোগ, রাত ১টা থেকে আড়াইটের মধ্যে দুষ্কৃতীরা ক্যাথিড্রালে ঢুকে লুঠপাট চালায়। খোয়া যাওয়া জিনিসপত্রের মধ্যে রয়েছে কিছু অ্যান্টিক বা প্রাচীন মহার্ঘ সামগ্রী এবং হেরিটেজ বা ঐতিহ্যবাহী জিনিসপত্র। সর্বোপরি একটি ডোনেশন বাক্স ভেঙে লুট করা হয়েছে সেখানে জমা পড়া টাকাও। চুরির বিষয়টি নজরে আসার পরেই ক্যাথিড্রাল-কর্তৃপক্ষ হেস্টিংস থানায় অভিযোগ দায়ের করেন। প্রায় সঙ্গে সঙ্গেই তদন্তে নেমে পড়ে পুলিশ। রাজ্য সরকারকে চিঠি দিয়ে খোয়া যাওয়া সামগ্রী যত দ্রুত সম্ভব উদ্ধারের আর্জি জানিয়েছেন ক্যাথিড্রাল-কর্তৃপক্ষ। সেই আর্জি পেয়েই পুলিশকে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছে নবান্ন। কিন্তু বুধবার রাত পর্যন্ত অপহৃত অর্থ বা সামগ্রীর হদিস মেলেনি। ধরাও পড়েনি কেউ।

পুলিশি সূত্রের খবর, তিনটি পিতলের প্রদীপ, দু’টি ঝোলানো আলো, ধাতব নেমপ্লেট খোয়া গিয়েছে। অভিযোগ দায়ের করার পরেই চার্চের ভিতরকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখেছে পুলিশ। কিন্তু সেই ক্যামেরার ছবি স্পষ্ট নয়। তবে পুলিশের দাবি, দু’জন দুষ্কৃতী সে-রাতে মুখে কাপড় বেঁধে চার্চের ভিতরে ঢুকেছিল। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, শনিবার সন্ধ্যায় প্রার্থনার সময়েই দুষ্কৃতীরা ভিতরে ঢোকে। প্রার্থনা শেষ হওয়ার পরে চার্চের ভিতরেই কোথাও লুকিয়ে পড়ে তারা। মাঝরাতে লুটপাট করে দুষ্কৃতীরা চার্চ থেকে বেরিয়ে যায়।

দুষ্কৃতীরা কী ভাবে সকলের চোখ এড়িয়ে গির্জার ভিতরে থেকে গেল, না, তা জানতে চার্চের নিরাপত্তারক্ষী এবং অন্য কর্মীদের জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। সন্দেহভাজনদের নামের তালিকা নিয়ে খোঁজখবর চলছে। ওই এলাকায় রাস্তার বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। তবে বুধবার রাত পর্যন্ত কাউকে চিহ্নিত করা যায়নি।

ক্যাথিড্রাল-কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ঘটনার পরের দিন ‘স্টক’ বা মজুত সামগ্রীর তালিকা মেলাতে গিয়ে কিছু জিনিসের হদিস পাওয়া যায়নি। প্রাথমিক ভাবে চার্চের কর্মীদের সঙ্গে কথা বলা হয়। তার পরে কর্তৃপক্ষ কথা বলেন হেস্টিংস থানার সঙ্গে। তবে তাঁদের দাবি, লিখিত ভাবে নয়, মৌখিক ভাবে বিষয়টি জানানো হয়েছে পুলিশকে।

কলকাতার ঘটনা এবং দুর্ঘটনা, কলকাতার ক্রাইম, কলকাতার প্রেম - শহরের সব ধরনের সেরা খবর পেতে চোখ রাখুন আমাদের কলকাতা বিভাগে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Saint Pauls Church Theft
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE