Advertisement
১৮ মে ২০২৪

অফিসে চুরি সল্টলেকে, বেপাত্তা কেয়ারটেকার

সল্টলেকে বহিরাগতদের তথ্যপঞ্জী তৈরি চলছে। কিন্তু বারবার আবেদন করেও বাসিন্দাদের একাংশের তরফে সেই তথ্য মিলছে না বলে অভিযোগ। শনিবার বিধাননগর উত্তর থানায় দায়ের হওয়া চুরির অভিযোগে ফের সেই সমস্যাই সামনে এসেছে। পুলিশ জানিয়েছে, সল্টলেকের সিএফ ব্লকে একটি বেসরকারি অফিস থেকে চুরি হয়েছে সাড়ে ২২ লক্ষ টাকা।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ জুন ২০১৫ ০৪:১৯
Share: Save:

সল্টলেকে বহিরাগতদের তথ্যপঞ্জী তৈরি চলছে। কিন্তু বারবার আবেদন করেও বাসিন্দাদের একাংশের তরফে সেই তথ্য মিলছে না বলে অভিযোগ। শনিবার বিধাননগর উত্তর থানায় দায়ের হওয়া চুরির অভিযোগে ফের সেই সমস্যাই সামনে এসেছে।

পুলিশ জানিয়েছে, সল্টলেকের সিএফ ব্লকে একটি বেসরকারি অফিস থেকে চুরি হয়েছে সাড়ে ২২ লক্ষ টাকা। তদন্তে অনুমান, সদ্য যোগ দেওয়া এক কর্মচারী ওই চুরির ঘটনায় জড়িত। সেই ব্যক্তি অফিসে নিজের যে ঠিকানা দিয়েছিল, তা-ও ভুয়ো বলে জানতে পেরেছে পুলিশ।

পুলিশ সূত্রের খবর, বৃহস্পতিবার ব্যাঙ্ক থেকে ওই সাড়ে ২২ লক্ষ টাকা তোলা হয়েছিল। সেই টাকা ওই অফিসের লকার ও আরও একটি জায়গায় গোপনে রাখা হয়েছিল। শুক্রবার সকালে ওই অফিসে পুজো করতে এসে এক পুরোহিত দেখেন, লকার খোলা। সংস্থার আধিকারিকেরা জানান, ঘটনার পর থেকে অফিসের কেয়ারটেকার বেপাত্তা। কয়েক মাস আগেই সে কাজে যোগ দিয়েছিল। অফিসে জমা দেওয়া তথ্য অনুযায়ী, তার বাড়ি মধ্যমগ্রামে। কিন্তু তদন্তে সেই ঠিকানার কোনও অস্তিত্ব পায়নি পুলিশ। রবিবার রাত পর্যন্ত সেই কর্মচারীর সন্ধান মেলেনি।

এক পুলিশ-কর্তা জানান, পুলিশের কাছে বহিরাগতদের সম্পর্কে তথ্য জমা রাখলে বাসিন্দারাই উপকৃত হবেন। কিন্তু বাসিন্দাদের একাংশের তরফে সহযোগিতা মিলছে না। তবে প্রয়োজনে বারবার বাসিন্দাদের সঙ্গে বৈঠক, সচেতনতামূলক প্রচারের ব্যবস্থা করা হবে জানিয়েছেন ওই কর্তা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Theft Saltlake Police caretaker money
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE