Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Book fair 2020

বইমেলায় চুরির কিনারা হয়নি এখনও

গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায় বলেন, ‘‘খইরুলের সঙ্গে যা ঘটেছে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। বইমেলা চলাকালীন সবাইকে সতর্ক থাকতে বলেছি। পুলিশ তদন্ত করছে।’’

প্রতীকী চিত্র

প্রতীকী চিত্র

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২০ ০২:৪৫
Share: Save:

বইমেলায় আসা এক বাংলাদেশি নাগরিকের ব্যাগ-সহ লক্ষাধিক টাকা, ৫০০ ডলার ও পাসপোর্ট চুরির ঘটনার কিনারা সোমবার রাত পর্যন্ত হয়নি। বিধাননগর পুলিশ কমিশনারেটের অতিরিক্ত কমিশনার (উত্তর) বিদিশা কালিতা সোমবার সন্ধ্যায় বলেন, ‘‘ঘটনার তদন্ত চলছে। ওই বাংলাদেশি শীঘ্রই পাসপোর্ট ফেরত পাবেন। এ বিষয়ে বাংলাদেশের দূতাবাস প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।’’

রবিবার বিকেল তিনটে নাগাদ কলকাতা বইমেলার বাংলাদেশ স্টলে বসে ছিলেন সেখানকার একটি প্রকাশনা সংস্থার মার্কেটিং ম্যানেজার খইরুল হাসান সাজু। খইরুল বলেন, ‘‘রবিবার দুপুরে একটি বই খোঁজার জন্য আমি নিজের চেয়ার থেকে উঠে নীচের দিকে ঝুঁকেছিলাম। ২০-৩০ সেকেন্ডের মধ্যে ঘাড় ঘোরাতেই দেখি, আমার চেয়ার থেকে ব্যাগ উধাও। ব্যাগের মধ্যে লক্ষাধিক টাকা, পাঁচশো ডলার, পাসপোর্ট-সহ একাধিক গুরুত্বপূর্ণ নথি ছিল।’’ ওই ঘটনার পরে বাংলাদেশ স্টলের নিরাপত্তারক্ষীকে বিষয়টি জানিয়ে স্টল কিছু ক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হয়। কিন্তু তার পরেও তল্লাশি চালিয়ে ব্যাগ উদ্ধার না হওয়ায় খইরুল গিল্ড অফিসে যান। সেখান থেকে কলকাতা বইমেলার কন্ট্রোল রুমে পুলিশ ও পরে বিধাননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।

গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায় বলেন, ‘‘খইরুলের সঙ্গে যা ঘটেছে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। বইমেলা চলাকালীন সবাইকে সতর্ক থাকতে বলেছি। পুলিশ তদন্ত করছে।’’ কলকাতা বইমেলার পুলিশ কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা অতিরিক্ত কমিশনার বিদিশা কালিতা বলেন, ‘‘স্টলের ভিতরে চুরি হয়েছে। ভিতরের কেউ যুক্ত কি না, খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত চলছে।’’ খইরুল বলেন, ‘‘পাঁচ বছর ধরে কলকাতা বইমেলায় আসছি। এ রকম ঘটনা নজিরবিহীন। পায়ের সমস্যার জন্য ১১ ফেব্রুয়ারি এখানে ডাক্তার দেখাব। পাসপোর্ট না থাকায় অসহায় বোধ করছি।’’ এ প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, ‘‘ওঁর আতঙ্কের কোনও কারণ নেই। ওঁকে সাহায্য করতে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে আমরাও যোগাযোগ রাখছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Book Fair 2020 Kolkata Book fair
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE