E-Paper

আমেরিকাহীন বইমেলায় বহু দিন বাদে চিন

চিন ও ভারতের মধ্যে সীমান্ত ইত‍্যাদি কিছু বিষয়ে মতানৈক্য থাকলেও আজকের বিশ্বভূ-রাজনীতির পটভূমিতে এ সম্পর্কের বহুমাত্রিক দিক রয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৬ ১০:২৫

—প্রতীকী চিত্র।

পড়শির মুখ দেখা কার্যত বন্ধ হতে বসেছে কলকাতা বইমেলায়। পাকিস্তানের সঙ্গে কলকাতা বইমেলার সম্পর্ক নেই প্রায় তিন দশক। ২০২৪-এ বাংলাদেশে রাজনৈতিক পালাবদলের পরে দুই বাংলার সম্পর্কেও নানা যদি, কিন্তু-র ছায়া পড়েছে। ফলে, গত বইমেলার মতো এ বারেও বাংলাদেশের আসার প্রশ্ন নেই। এই আবহে হঠাৎ করে শেষ মুহূর্তে চিনের উপস্থিতি চূড়ান্ত হয়েছে।

আমেরিকা পর্যন্ত এই বইমেলায় আসার অপারগতা প্রকাশ করেছে। তাতে ভারত-আমেরিকার সম্পর্কে ছন্দপতনের ছাপ দেখছেন অনেকে। চিন ও ভারতের মধ্যে সীমান্ত ইত‍্যাদি কিছু বিষয়ে মতানৈক্য থাকলেও আজকের বিশ্বভূ-রাজনীতির পটভূমিতে এ সম্পর্কের বহুমাত্রিক দিক রয়েছে। চিনের তরফে ভারতের সঙ্গে সাংস্কৃতিক যোগাযোগ নিয়ে সাম্প্রতিক অতীতে বার বার উৎসাহ প্রকাশ করা হয়েছে। বইমেলার উদ‍্যোক্তা পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিবকুমার চট্টোপাধ্যায়মঙ্গলবার বলেন, “উদ্বোধনী অনুষ্ঠানে চিনা কনসুলেটে আমন্ত্রণ জানাতে যেতেই আমরা কেন ওঁদের বইমেলায় ডাকি না বলে ওঁরা অনুযোগ করেন। তখনই আমরা ওঁদেরআসতে আহ্বান করি।” শেষ বার চিন বইমেলায় এসেছিল ২০১১ সালে। এ বার ১০০ ফুটের একটিস্টলে তারা থাকবে। সেই সঙ্গে ইউক্রেন প্রথম বার থাকছে কলকাতা বইমেলায়।

আগামী বৃহস্পতিবার, ২২ জানুয়ারি বিকেলে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূচনা-পর্বে থাকবেন এ বারের থিম দেশ আর্জেন্টিনার রবীন্দ্র-বিশেষজ্ঞ তথা প্রাবন্ধিক গুস্তাবো কানসোব্রে এবং রাষ্ট্রদূত মারিয়ানো অগুস্তিন কাউসিনো, সাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তী প্রমুখ। স্বপ্নময়কে জীবনকৃতি সম্মাননা দেওয়া হবে। শনিবার কলকাতা সাহিত্য উৎসবে সাহিত‍্যিক অমিতাভ ঘোষ, চলচ্চিত্রকার গৌতম ঘোষ, বাংলা সাহিত‍্যের বিশিষ্ট অনুবাদক অরুণাভ সিংহ থাকবেন।

মঙ্গলবার বইমেলায় অগ্নি-নির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখেন দমকলমন্ত্রী সুজিত বসু। হাওড়া থেকে সেক্টর ফাইভ পর্যন্ত পথে মেট্রো পরিষেবা থাকায় বইমেলা এ বারভিড়ের নিরিখে নজির গড়বে বলে মনে করছেন আয়োজকেরা। বইমেলার এক এবং দু’নম্বর গেটের মাঝে মেট্রোর কাউন্টার থাকবে। থাকছেঅ্যাপ-ক্যাব, অ্যাপ-বাইক বুকিংয়ের কাউন্টারও।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

book fair China

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy