Advertisement
২৭ এপ্রিল ২০২৪

নজর রাখতে পুরসভার স্টোরে ক্যামেরা

কলকাতা পুরসভার সেন্ট্রাল স্টোরে এই প্রথম সিসি ক্যামেরা বসতে চলছে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০১৯ ০১:২৯
Share: Save:

কলকাতা পুরসভার সেন্ট্রাল স্টোরে এই প্রথম সিসি ক্যামেরা বসতে চলছে। স্টোরে কারা ঢুকছেন-বেরোচ্ছেন, তার উপরে নজর রাখতেই ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পুরসভা সূত্রের খবর। ইতিমধ্যেই এ বিষয়ে দরপত্র আহ্বান করা হয়েছে।

প্রসঙ্গত, সেন্ট্রাল স্টোরেই পুরসভার সব জিনিসপত্র মজুত থাকে। ছোটখাটো থেকে শুরু করে বড় সামগ্রী— সবই স্টোরে মজুত করা হয়। বিভিন্ন দফতর তাদের প্রয়োজনীয় সামগ্রীর বরাত দেয় স্টোরের কাছে। সেই অনুযায়ী স্টোর থেকে সব জিনিস কেনা হয়। কিন্তু সেই স্টোরেই এত দিন নজরদারির কোনও ব্যাপার ছিল না বলে জানাচ্ছেন পুর আধিকারিকদের একাংশ। এক পদস্থ আধিকারিকের কথায়, ‘‘এমন নয় যে কোনও ঘটনা ঘটেছে বা চুরি হয়েছে। কিন্তু আগাম সতর্কতা হিসেবেই ক্যামেরা বসানো হচ্ছে।’’ কিন্তু এত দিন কেন বসানো হয়নি বা হঠাৎ কী এমন হল যে সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হল, সেই প্রশ্নের উত্তর অবশ্য পাওয়া যায়নি পুর কর্তৃপক্ষের থেকে।

আধিকারিকদের একাংশের এ-ও বক্তব্য, সিসি ক্যামেরা বসানোর পিছনে আরও একটি কারণ হল কর্মীরা কখন অফিসে ঢুকছেন, কখন বেরোচ্ছেন— তার উপরে নজর রাখা। ফলে তাঁরাও নিজেদের হাজিরা নিয়ে সতর্ক থাকবেন। এত দিন সেন্ট্রাল গ্যারাজে সিসি ক্যামেরা থাকলেও স্টোরে ছিল না। কিন্তু এ বার ১৬টি ক্যামেরা বসতে চলেছে। এর জন্য প্রায় লাখ খানেক টাকা বরাদ্দ করা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

KMC Central Store CCTV
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE