মাঝেরহাট সেতুতে ট্রাম লাইনের উপরে পিচ ঢেলে সেতুর বোঝা বাড়ানো হয়েছিল। করুণাময়ী সেতুতেও একই ভাবে এক্সপ্যানশন জয়েন্টের উপরে পিচ আর ম্যাস্টিক অ্যাসফল্টের প্রলেপ দেওয়া হয়েছে! তার ফলেই নিময়মাফিক যে ফাঁক থাকা দরকার সেটি বুজে গিয়েছে। ফলে সেই জায়গায় তৈরি হয়েছে একটি ফাটল। এমনই দাবি সেতু পরিদর্শনে যাওয়া ইঞ্জিনিয়ারদের।
তার উপর দিয়ে গাড়ি যেতে যেতে শনিবার তারই একটি অংশ বসে যায়। রবিবার ঘটনাস্থল পরিদর্শন করে কলকাতা মেট্রোপলিটান ডেভেলপমেন্ট অথরিটির (কেএমডিএ) ইঞ্জিনিয়ারেরা এ কথা জানিয়েছেন। তাঁদের দাবি, সেতুর পরিকাঠামোগত কোনও ত্রুটি নেই। এক্সপ্যানশন জয়েন্ট বুজিয়ে দেওয়াতেই সেতুতে চাপ পড়ে ফাটল হয়েছে।
রবিবার দুপুরে কেএমডিএ-র চিফ ইঞ্জিনিয়ার, অন্য ইঞ্জিনিয়ার, রাজ্যের সেতুর জন্য গঠিত কমিটির পরামর্শদাতা সমীরণ সেন ঘটনাস্থলে গিয়ে সেতু পরীক্ষা করেন। পরে তাঁরা জানান, সেতুতে কোনও সারাই না হলেও গত কয়েক বছরে কেউ বা কারা না জেনে সেতুর উপরের ওই ফাঁকে পিচ আর ম্যাস্টিক অ্যাসফল্ট ছড়িয়েছে। অজ্ঞতার কারণেই ওই জায়গাটি বসে গিয়েছে। কেএমডিএ-র দাবি, তারা এ কাজ করেনি। কার নির্বুদ্ধিতায় এ কাজ হয়েছে সেই বিষয়টি এখনও অজানা।