Advertisement
১৯ মে ২০২৪

ছিনতাই-চক্রের তিন দুষ্কৃতী ধৃত

জেরায় ধৃত তিন জন উত্তর কলকাতা, বাইপাস, নিউ টাউন, রাজারহাট-সহ বিভিন্ন এলাকায় রাতে গাড়ি থামিয়ে ছিনতাই এবং লুঠের কথা স্বীকার করেছে বলে দাবি পুলিশের।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০১৮ ০৫:৪৮
Share: Save:

রাতের নির্জন শহরে গাড়ি দেখলেই থেমে যেত মোটরবাইক। গাড়িতে থাকা আরোহীদের জিনিসপত্র কেড়ে নিয়ে এলাকা ছেড়ে চম্পট দিত মোটরবাইক আরোহীরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিলজলা থানা এলাকার চৌবাগা থেকে এমনই এক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম শাহরুখ, শাহিদ এবং তনবীর। বাড়ি নারকেলডাঙা থানা এলাকায়। সোমবার রাতে তারা ডাকাতির উদ্দেশ্যে ওই এলাকায় জড়ো হয়েছিল। গ্রেফতারের সময় তাদের কাছে আগ্নেয়াস্ত্র, গুলি, বোমা-সহ নানা অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। ধৃতেরা সকলেই মোটরবাইক চুরি, লুঠ, মাদক পাচার, ছিনতাইয়ের ঘটনায় জড়িত রয়েছে বলে গোয়েন্দাদের দাবি।

জেরায় ধৃত তিন জন উত্তর কলকাতা, বাইপাস, নিউ টাউন, রাজারহাট-সহ বিভিন্ন এলাকায় রাতে গাড়ি থামিয়ে ছিনতাই এবং লুঠের কথা স্বীকার করেছে বলে দাবি পুলিশের। পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে বিভিন্ন থানার পাশাপাশি লালবাজারের গোয়েন্দা বিভাগেও অপরাধের অভিযোগ রয়েছে।

লালবাজার সূত্রের খবর, ওই এলাকা থেকে একের পর এক মোটরবাইক চুরির ঘটনায় ঘুম ছুটে গিয়েছিল থানার আধিকারিকদের। সিসিটিভি, মোটরবাইকে টহলদারি এবং জিপিএস প্রযুক্তি কাজে লাগিয়েও সফল হতে পারছিলেন না তদন্তকারীরা। সোমবার তদন্তকারীরা খবর পান, বাইপাসের ধারে একটি বেসরকারি হোটেলের পিছনে জলাভূমিতে কয়েকজন যুবক জড়ো হয়েছে, যাদের আচরণ সন্দেহজনক। এর পরেই তিলজলা থানার একটি দল পৌঁছে ওই তিন দুষ্কৃতীকে ধরে। পুলিশ জানায়, ওই চক্রের আরও তিন সদস্য পলাতক। এক পুলিশ কর্তা বলেন, ‘‘ধৃতদের বিরুদ্ধে প্রায় এক ডজন মামলা রয়েছে বিভিন্ন থানায়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

miscreants Snatching Arrest
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE