Advertisement
০৬ মে ২০২৪

ডাকাত সন্দেহে ধৃত তিন

পুজোর মরসুমে বাইরে ঘুরতে যাওয়ার পালা শুরু। ফলে বাড়ি ফাঁকা। পুলিশের আগে খবর পৌঁছচ্ছে দুষ্কৃতীদের কাছে। ফলে বার বার ফাঁকা বাড়িতে চুরি, ডাকাতির চেষ্টা চলছে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০১৬ ০১:৪৮
Share: Save:

পুজোর মরসুমে বাইরে ঘুরতে যাওয়ার পালা শুরু। ফলে বাড়ি ফাঁকা। পুলিশের আগে খবর পৌঁছচ্ছে দুষ্কৃতীদের কাছে। ফলে বার বার ফাঁকা বাড়িতে চুরি, ডাকাতির চেষ্টা চলছে। গত এক মাসে এমন কয়েকটি পরিকল্পনা পুলিশ রুখে দিলেও ফের মঙ্গলবার রাতে সল্টলেকে খালপাড় লাগোয়া এলাকা থেকে গ্রেফতার হয় সশস্ত্র তিন ডাকাত। পুলিশ জানায়, রাতে টহল দেওয়ার সময়ে তিন ব্যক্তির গতিবিধি দেখে সন্দেহ হয় পুলিশের। সল্টলেকের কেষ্টপুর খাল লাগোয়া ৮ নম্বর ফুটব্রিজের কাছে ওই তিন জনকে আটকায় পুলিশ। তাদের কাছ থেকে রড, ভোজালি ও ছুরি উদ্ধার করেছে পুলিশ। ধৃতেরা হল, মলয় রানা(২৮), শেখ আব্বাস(২১) এবং ইমতিয়াজ আহমেদ (২৫)। ধৃতেরা সোনারপুর, তপসিয়া এলাকার বাসিন্দা।এর আগেও কেষ্টপুর খালপাড় হয়ে সল্টলেকে ঢুকে ডাকাতির চেষ্টা রুখে দিয়েছিল পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Robber Arrested
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE