Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Crime

তিলজলার সরকারি আবাসনে উদ্ধার গলাকাটা মৃতদেহ

তিলজলার সরকারী আবাসনের চারতলার বাসিন্দা এই ব্যক্তি ওষুধের দোকানে কাজ করতেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

তিলজলার সরকারী আবাসনের চারতলার বাসিন্দা এই ব্যক্তি ওষুধের দোকানে কাজ করতেন বলে জানিয়েছেন স্থানীয়রা। নিজস্ব চিত্র

তিলজলার সরকারী আবাসনের চারতলার বাসিন্দা এই ব্যক্তি ওষুধের দোকানে কাজ করতেন বলে জানিয়েছেন স্থানীয়রা। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২০ ১৬:৩১
Share: Save:

তিলজলার সরকারি আবাসন থেকে উদ্ধার করা হল এক মধ্যবয়ষ্ক ব্যক্তির গলাকাটা দেহ। মৃতের নাম জয়ন্ত মুখোপাধ্যায় (৪৫)। তিনি তিলজলার কুষ্টিয়া রোডের সরকারি আবাসনে চারতলায় থাকতেন। উদ্ধারের সময় দেখতে পাওয়া যায়, ওই ব্যক্তির ঘর তছনছ করা হয়েছিল। এমনটাই জানিয়েছে পুলিশ। বিছানার উপরে পড়ে ছিল মৃতদেহ। স্বাভাবিক কারণে ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, বছর খানেক ধরে ওই ব্যক্তি একাই থাকতেন বাড়িতে। অনেকদিন আগে বাবা প্রয়াত হওয়ার পর প্রথমে মায়ের সঙ্গে থাকতেন তিনি। বছর খানেক হল মা-ও মারা যান।তিলজলার সরকারী আবাসনের চারতলার বাসিন্দা এই ব্যক্তি ওষুধের দোকানে কাজ করতেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার সকালে ওই বহুতলে রাজমিস্ত্রীরা কাজ করতে এসে ডাকাডাকি করেন। সাড়া না পেয়ে প্রতিবেশীদের খবর দেন তাঁরা। প্রতিবেশীরা আসতে দেখা যায়, দরজা খোলা, ঘর লন্ডভণ্ড, বিছানার উপর রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন ওই ব্যক্তি। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে এসে দ্রুত তদন্ত শুরু করে পুলিশ। এখনও পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ চিহ্নিত করা যায়নি। তবে যেহেতু ঘর লন্ডভণ্ড ছিল, তাই লুঠ করার উদ্দেশ্যে খুন বলেই প্রাথমিক সন্দেহ করছে পুলিশ। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: লাইভ: সিপিএমের হার্মাদরাই এখন বিজেপির জল্লাদ হয়েছে: অভিষেক

স্থানীয় এক বাসিন্দা বলেন, প্রতিবেশী জয়ন্ত মুখোপাধ্যায়কে শেষ মঙ্গলবার তাঁরা দেখেছিলেন। তারপর থেকে আর দেখা যায়নি। বৃহস্পতিবার মিস্ত্রীদের ডাকাডাকিতেই বিষয়টি জানাজানি হয়। পাড়া প্রতিবেশীদের সঙ্গে মেলামেশা করতেন না জয়ন্ত। একাই থাকতেন তিনি। সেই কারণেই দু’দিন সাড়াশব্দ না পেয়ে কেউ খোঁজ করেনি।

আরও পড়ুন: জ্ঞান ফিরলেও সঙ্কটে বুদ্ধদেব, লড়াই চালাচ্ছে মেডিক্যাল বোর্ড

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Crime Kolkata Tiljala
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE