Advertisement
১৮ এপ্রিল ২০২৪

ভাঙচুর নিয়ে দোষারোপ

একই দিনে শহরের দুই জায়গায় তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছিল। মঙ্গলবার দুপুরে প্রথম ঘটনাটি ঘটেছিল কসবার নারকেলবাগান এলাকায়।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ৩০ জুন ২০১৬ ০১:০১
Share: Save:

একই দিনে শহরের দুই জায়গায় তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছিল। মঙ্গলবার দুপুরে প্রথম ঘটনাটি ঘটেছিল কসবার নারকেলবাগান এলাকায়। রাতে ই এম বাইপাস সংলগ্ন ভিআইপি নগরে ভাঙচুর হয় তৃণমূলের দু’টি অফিস। এই ঘটনায় শাসক দলের প্রতিটি গোষ্ঠীই একে অন্যের দিকে অভিযোগের আঙুল তুলেছেন।

ই এম বাইপাসের ভিআইপি নগর এলাকাটি কলকাতা পুরসভার ১০৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত। স্থানীয় তৃণমূল কাউন্সিলর শ্যামল বন্দোপাধ্যায় বলেন, ‘‘গোষ্ঠী কোন্দলের জেরেই এই ভাঙচুরের ঘটনা ঘটেছে।’’

এ ব্যাপারে কসবার তৃণমূল বিধায়ক জাভেদ খান বলেন, ‘‘স্থানীয় এক তৃণমূল নেতার প্রশ্রয়েই নারকেলবাগানে মারামরি এবং পার্টি অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে আমি ভিআইপি নগরের ঘটনার বিষয়ে কিছু জানি না।’’ তিনি আরও বলেন, ‘‘আমার কোনও সমর্থক এই ভাঙচুরের ঘটনায় যুক্ত নয়। কলকাতা পুলিশের ডিসি-র সঙ্গে আমার কথা হয়েছে। আমি তাঁকে বলেছি, তদন্ত করে দেখুন। আমার কোনও সমর্থক জড়িত থাকলে তাঁকে গ্রেফতার করবেন।’’

অন্য দিকে, মঙ্গলবার রাতে কসবার নারকেলবাগানে তৃণমূলের কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় পুলিশ বুধবার জয়দেব সরকার নামে এক স্থানীয় তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে। ওই ঘটনার ব্যাপারে ১০৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্তকুমার ঘোষ বুধবার বলেন, ‘‘তপসিয়ার এক বড় তৃণমূল নেতার অনুগামীরাই কসবায় আমাদের কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় জড়িত।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

TMC inner conflict vandalism
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE