Advertisement
১১ মে ২০২৪

রক্তদানে উপহার, অভিযুক্ত বিধায়ক

উপহারের বিনিময়ে রক্তদান শিবির বন্ধ করতে বারবার হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যকর্তারা। এমনকি, এ নিয়ে লাগাতার প্রচার চালাচ্ছেন রক্তদান কর্মসূচির সঙ্গে যুক্তেরাও। তবে তাতে যে কাজ হয়নি, তা প্রমাণ করল কাঁকুড়গাছির ঘটনা।

রক্তদান শিবিরে স্টিলের ড্রাম উপহার দেওয়া হয়েছে বলে অভিযোগ। —ফাইল চিত্র।

রক্তদান শিবিরে স্টিলের ড্রাম উপহার দেওয়া হয়েছে বলে অভিযোগ। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০১ জুলাই ২০১৮ ০১:৩৪
Share: Save:

উপহারের বিনিময়ে রক্তদান শিবির আয়োজনের অভিযোগ উঠল শাসক দলেরই বিধায়কের বিরুদ্ধে। শনিবার কাঁকুড়গাছির ওই রক্তদান শিবিরে স্টিলের ড্রাম উপহার দেওয়া হয়েছে বলে অভিযোগ। মূল উদ্যোক্তা ছিলেন স্থানীয় বিধায়ক পরেশ পাল। যদিও পরেশবাবু অভিযোগ অস্বীকার করে বলেছেন, ‘‘কে উপহার দিয়েছে জানি না। বলতে পারব না।’’ তবে উপহার হাতে রক্তদাতাদের বাড়ি ফেরার ছবি ধরা পড়েছে এ দিন।

উপহারের বিনিময়ে রক্তদান শিবির বন্ধ করতে বারবার হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যকর্তারা। এমনকি, এ নিয়ে লাগাতার প্রচার চালাচ্ছেন রক্তদান কর্মসূচির সঙ্গে যুক্তেরাও। তবে তাতে যে কাজ হয়নি, তা প্রমাণ করল কাঁকুড়গাছির ঘটনা।

কাঁকুড়গাছির দু’টি ক্লাবের যৌথ উদ্যোগে ওই শিবির আয়োজিত হয়। পরেশবাবুর নাম-সহ শিবিরের ব্যানার লাগানো হয়েছিল এলাকায়। সেখানেই রক্ত দিতে যাওয়া এক ব্যক্তি বলেন, ‘‘রক্ত দেওয়ার পরে আমাদের একটা করে কুপন দেওয়া হয়। সেটা দেখানোয় খানিকটা দূরের ক্লাব থেকে স্টিলের ড্রাম দেওয়া হয়।’’ তাঁর দাবি, উপহার নেওয়ার পরে দ্রুত এলাকা ছেড়ে চলে যেতেও বলা হয় তাঁদের।

এ নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়ার কথা ভাবছে রক্তদান কর্মসূচির সঙ্গে যুক্ত সংগঠনগুলি। একটি সংগঠনের সদস্য অচিন্ত্য লাহা বলেন, ‘‘বিধায়কেরাও এমন কাজ করলে কিছু বলার নেই। দ্রুত আইন প্রয়োজন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Blood Donation TMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE