Advertisement
E-Paper

বছরভর পার্ক স্ট্রিটে স্থায়ী আলোর সাজ

পার্ক স্ট্রিটকে কলকাতার আকর্ষণীয় কেন্দ্র করে তুলতে বছরভর আলো দিয়ে সাজানোর কথা গত ডিসেম্বরেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১১-এ ক্ষমতার আসার পরে বড়দিন উপলক্ষে ওই রাস্তা আলো দিয়ে সাজানোর নির্দেশ দেন মমতা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ জুন ২০১৬ ০২:০১

পার্ক স্ট্রিটকে কলকাতার আকর্ষণীয় কেন্দ্র করে তুলতে বছরভর আলো দিয়ে সাজানোর কথা গত ডিসেম্বরেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১১-এ ক্ষমতার আসার পরে বড়দিন উপলক্ষে ওই রাস্তা আলো দিয়ে সাজানোর নির্দেশ দেন মমতা। মুখ্যমন্ত্রীর নির্দেশে বৃহস্পতিবার কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন পর্যটন সচিব অজিতরঞ্জন বর্ধন। হাজির ছিলেন পুলিশ এবং সিইএসসির অফিসারেরা।

মেয়র শোভনবাবু জানান, পার্ক স্ট্রিটকে দর্শনীয় কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। আচার্য জগদীশচন্দ্র বসু রোড এবং পার্ক স্ট্রিট সংযোগস্থল থেকে ওই রাস্তা ধরে জওহরলাল নেহরু রোডের সংযোগস্থল পর্যন্ত আলো দিয়ে সাজানো হবে। ওই পথে রাস্তার দুপাশ জুড়ে ১২টি কংক্রিটের তোরণ করা হবে। এ ছাড়াও ‘এল’ ডিজাইনে আরও ৬টি গেট করা হবে রাস্তার পাশে। তোরণের উচ্চতা রাখা হবে প্রায় ৬ মিটার। তার নীচ দিয়ে গাড়ি চলাচলে কোনও অসুবিধা যাতে না হয় তার জন্যই এই ব্যবস্থা। পুরো খরচ বহন করবে রাজ্যের পর্যটন দফতর।

বৈঠকে সিদ্ধান্ত হয়েছে পুরসভার ইঞ্জিনিয়ারিং এবং বিল্ডিং দফতর কংক্রিটের তোরণ করবে। আর তা আলোকিত করবে পুরসভার আলো দফতর। মেয়র জানান, মাঝে মাঝেই আলোর নকশা বদল করা হবে। শোভন আরও জানান, দুর্গাপুজো, ইদ, খ্রিস্ট মাস-সহ নানা উৎসবে শহর যখন আলোয় সেজে ওঠে, তখন ম্লান হয়ে পড়ে গঙ্গার পাড়, ধর্মতলা চত্বর এবং রেড রোড এলাকা। এ সব ভেবেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ওই সব এলাকাও উৎসবের মরসুমে আলো ঝলমল করে তোলা হবে। এ সবের জন্য বিদ্যুৎ সরবরাহ করবে সিইএসসি। বৈঠকে হাজির থাকা ওই সংস্থার প্রতিনিধিদের তা জানিয়ে দেওয়া হয়েছে।

Park street Lights Mamata Banerjee
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy