দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
তৃতীয়া থেকেই কলকাতার বিভিন্ন দুর্গাপুজো মণ্ডপে একটু একটু করে ভিড় জমতে শুরু করেছে। ষষ্ঠীর রাতেও তার অন্যথা হয়নি। কলকাতার উত্তর থেকে দক্ষিণ, সর্বত্র ভিড় ছিল চোখে পড়ার মতো। বিশেষত, শ্রীভূমি, সুরুচি সংঘ, সন্তোষ মিত্র স্কোয়্যার, কিংবা চেতলা অগ্রণীতে মাত্রা ছাড়িয়েছে ভিড়। আজ, সপ্তমীতে সেই ভিড় আরও বাড়বে বলেই নিশ্চিত পুজোকর্তারা। জনজোয়ারের সঙ্গে বাড়তে পারে যানজটও। আজ সকাল থেকে কোন মণ্ডপে কেমন ভিড় হচ্ছে, দিনভর নজর থাকবে সেই সংক্রান্ত খবরে।
আকাশ রোদ ঝলমলেই ছিল ষষ্ঠীতে। পূর্বাভাস থাকলেও বৃষ্টি হয়নি কলকাতায়। জেলায় দু’-এক জায়গায় সামান্য বৃষ্টি হলেও আকাশ মোটের উপর পরিষ্কারই ছিল। সপ্তমীতেও আবহাওয়ায় বিশেষ পরিবর্তনের সম্ভাবনা নেই। ফলে নিশ্চিন্তে বেরোতে পারেন ঠাকুর দেখতে। তবে সঙ্গে ছাতা সঙ্গে রাখা ভাল। কারণ, স্থানীয় মেঘ থেকে দু’-এক পশলা বৃষ্টি হতেই পারে। তবে তা দীর্ঘ ক্ষণ স্থায়ী হওয়ার পূর্বাভাস নেই।
তামিলনাড়ুর করুরে পদপিষ্টের ঘটনায় ১০ শিশু-সহ ৩৯ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত শতাধিক। গাফিলতি কার, তা নিয়ে টানাপড়েনের মধ্যে নানা তত্ত্ব উঠে আসছে। সভার আয়োজকদের এই ঘটনার জন্য পরোক্ষে ‘দায়ী’ করেছে পুলিশ। অন্য দিকে, তামিলাগা ভেটরি কাজ়াগম (টিভিকে)-এর প্রতিষ্ঠাতা নেতা তথা অভিনেতা ‘থলপতি’ বিজয় এই ঘটনার নেপথ্যে ষড়যন্ত্র’ দেখছেন। তাঁর দল টিভিকে-র তরফে অভিযোগ তোলা হয়েছে, করুরের ঘটনা কোনও দুর্ঘটনা নয়, ষড়যন্ত্রের ফল। সভায় পাথর ছোড়া এবং পুলিশের লাঠিচার্জকেও এর জন্য দায়ী করেছে টিভিকে। ষড়যন্ত্রের অভিযোগ তুলে মাদ্রাজ হাই কোর্টের দ্বারস্থ হয়েছে তারা।
পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। প্রতিযোগিতার তিন ম্যাচেই পাকিস্তানকে হারিয়েছেন সূর্যকুমার যাদবেরা। অপরাজিত থেকে ট্রফি তুলেছে ভারত। আগামী বছর দেশের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই জয় গৌতম গম্ভীরকে তৃপ্তি দেবে। চ্যাম্পিয়ন হওয়ার পর ভারতীয় দলের সব খবর থাকছে।
মঙ্গলবার থেকে শুরু মহিলাদের এক দিনের বিশ্বকাপ। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি আয়োজক দেশ ভারত। ১২ বছর পর দেশের মাটিতে হচ্ছে বিশ্বকাপ। প্রথম বার চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ রয়েছে হরমনপ্রীত কউরদের সামনে। শ্রীলঙ্কার বিরুদ্ধে নামার আগে ভারতীয় দলের প্রস্তুতি কেমন? থাকছে সেই সংক্রান্ত সব খবর।