সপ্তাহের অন্য ব্যস্ত দিনের তুলনায় রাস্তায় যানবাহনের সংখ্যা কম এবং বিজেপির লালবাজার অভিযানের মিছিলেও ভিড় কম থাকায় হাঁফ ছেড়ে বাঁচল কলকাতা পুলিশ।
শহরের প্রাণকেন্দ্রের প্রায় পাঁচটি রাস্তা দীর্ঘক্ষণ বন্ধ থাকা সত্ত্বেও বড়সড় ভোগান্তিতে পড়তে হয়নি সাধারণ মানুষকে। তবে স্ট্র্যান্ড রোড, হাওড়া ব্রিজ সংলগ্ন বড়বাজার কিংবা হাওড়া স্টেশনের কাছে বিভিন্ন এলাকায় যানজটে পড়তে হয়েছে রাস্তায় বেরোনো সাধারণ মানুষকে। যানজটে থমকে গিয়েছে চিত্তরঞ্জনের অ্যাভিনিউ-এর যান চলাচল।
দুপুরে হাওড়া স্টেশন থেকে বাসে করে গড়িয়া পৌঁছতে প্রায় দু’ঘণ্টা লাগে এক দম্পতির। দেরি হওয়ার কারণ হিসেবে পুলিশ বলেছে, ব্রেবোর্ন রোড বন্ধ থাকায় সব বাস হাওড়া ব্রিজের বদলে বিদ্যাসাগর সেতু দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়। সেই সঙ্গে স্ট্র্যান্ড রোড দিয়ে উভয়মুখী গাড়ি চলাচল করায় ওই রাস্তায় গাড়ির চাপ ছিল বেশি। বিজেপি সর্মথকেরা দুপুরে উত্তর বন্দর থানার সামনে পথ অবরোধ করায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। তবে তা বেশিক্ষণ স্থায়ী হয়নি বলে পুলিশ সূত্রে খবর।