Advertisement
০৫ মে ২০২৪

দুর্ঘটনায় জখম সার্জেন্ট

মোটরবাইকের ধাক্কায় আহত হলেন এক পুলিশ অফিসার। রবিবার রাতে, রাজভবনের সামনে। আহতের নাম অরিন্দম সরকার। বাইকচালক বাপ্পা রায় গ্রেফতার হয়েছেন। পুলিশ জানায়, রেড রোডে বেপরোয়া বাইকটিকে থামতে বলে টহলদার পুলিশ। চালক তা অগ্রাহ্য করে থামেন রাজভবনের সামনে। সেখানে ওয়্যারলেস বিভাগের সার্জেন্ট অরিন্দমবাবু চালককে জি়জ্ঞাসাবাদ করতে গেলে ফের তিনি বাইক চালিয়ে দেন বলে অভিযোগ। আঘাত পান ওই সার্জেন্ট।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৯ মে ২০১৫ ০৩:০০
Share: Save:

মোটরবাইকের ধাক্কায় আহত হলেন এক পুলিশ অফিসার। রবিবার রাতে, রাজভবনের সামনে। আহতের নাম অরিন্দম সরকার। বাইকচালক বাপ্পা রায় গ্রেফতার হয়েছেন। পুলিশ জানায়, রেড রোডে বেপরোয়া বাইকটিকে থামতে বলে টহলদার পুলিশ। চালক তা অগ্রাহ্য করে থামেন রাজভবনের সামনে। সেখানে ওয়্যারলেস বিভাগের সার্জেন্ট অরিন্দমবাবু চালককে জি়জ্ঞাসাবাদ করতে গেলে ফের তিনি বাইক চালিয়ে দেন বলে অভিযোগ। আঘাত পান ওই সার্জেন্ট। পরে পুলিশ তাড়া করে বাইকটি আটক করে। অরিন্দমবাবুকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। বাপ্পাও জামিনে ছাড়া পান। ওই রাতেই টালিগঞ্জ ট্রাম ডিপোর সামনে একটি গাড়ি ধাক্কা মারে পুলিশের টহলদার গাড়িকে। জখম হন পুলিশের গাড়ির চালক-সহ তিন জন। এ দিকে, ওই রাতেই ঘোলার চণ্ডীতলায় বাস-অটোর সংঘর্ষে মৃত্যু হয় এক অটোযাত্রীর। মৃত বিপ্লব দে সরকারের (৬১) বাড়ি তেঘরিয়ায়। আহত মোট ন’জনকে প্রথমে পানিহাটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চার জনকে আর জি করে আনা হয়। সোমবার সেখানে মারা যান বিপ্লববাবু। বাস ও অটোটি আটক হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Traffic sergeant kolkata police accident red road
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE