শিয়ালদহ উড়ালপুলের ভার কমাতে তার উপর থেকে ট্রামলাইন সরানোর কাজ শুরু হতে পারে আগামী বছরের শুরুতেই। কেএমডিএ সূত্রের খবর, কবে থেকে সেই কাজ শুরু হবে, তা পুলিশের সঙ্গে আলোচনার পরেই ঠিক করা হবে।
গত অগস্টে শিয়ালদহ উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষার পরেই বিশেষজ্ঞেরা জানিয়েছিলেন, সেটির অবস্থা ঠিক রাখতে তার উপর থেকে কয়েক ইঞ্চি পিচের আস্তরণ তুলে ফেলতে হবে। এমনকি, তুলে ফেলতে হবে ট্রাম চলাচলের লাইনও।
কেএমডিএ-র এক আধিকারিক জানিয়েছেন, আগামী ৩০ নভেম্বর শিয়ালদহ উড়ালপুলে ট্রামলাইন সরানো নিয়ে একটি বৈঠক রয়েছে। সেখানেই এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। এর পরেই দরপত্র আহ্বান করা হবে। সম্ভবত এইচআরবিসি ওই দরপত্র আহ্বান করে নতুন সংস্থা নিয়োগ করবে, যারা উড়ালপুল থেকে ট্রামলাইন সরানোর কাজ করবে।