মহেশতলা পুরসভার বোর্ড গঠন করল তৃণমূল। বৃহস্পতিবার বাটা নিউল্যান্ড মাঠে সরকারি অনুষ্ঠানে বিজয়ী কাউন্সিলরেরা শপথ গ্রহণ করেন। তবে এ দিনের অনুষ্ঠানে হাজির ছিল না প্রধান বিরোধী দল বামফ্রন্ট। মহেশতলা পুরসভার ৩৫টি আসনের মধ্যে তৃণমূল ২২টিতে, সিপিএম ৬টিতে, কংগ্রেস ৬টিতে ও নির্দল ২টি আসনে জয়ী হয়েছে।
পুরসভা সূত্রে খবর, শপথগ্রহণ অনুষ্ঠানের পর পুরভবনে বোর্ড গঠনের বৈঠক হয়। চেয়ারম্যান পদে দুলাল দাস ও ভাইস চেয়ারম্যান পদে আবু তালেব মোল্লা মনোনীত হয়েছেন। চেয়ারম্যান ইন কাউন্সিল হয়েছেন ৫ জন।