তিন সন্তানকে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল এক দম্পতির বিরুদ্ধে। শুক্রবার এই ঘটনায় ওই দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম সঞ্জীব দাস এবং ঝর্না দাস। তাঁদের বাড়ি বেঙ্গল কেমিক্যালের কাছে মানিকতলা মেন রোডে।
পুলিশ জানিয়ছে, মিঠুরানি দাস নামে এক মহিলা ওই দম্পতির বিরুদ্ধে শিশু বিক্রির অভিযোগ করেন। তিনি নিজেকে ওই দম্পতির আত্মীয় বলে পরিচয় দেন। মিঠুরানির অভিযোগ, সঞ্জীব ও ঝর্না গত তিন বছরে তাঁদের তিন সন্তানকে বিক্রি করেছেন। পাঁচ বছর ও দু’বছরের দুই মেয়ে এবং দু’মাসের ছেলেকে নিয়ে ব্যবসার এই অভিযোগে দেবজিৎ শেঠ এবং ডলি শেঠ নামে দু’জনের নামও জড়িয়েছে বলে জানায় পুলিশ।
পুলিশের অনুমান, শ্যামবাজারের একটি সরকারি হাসপাতালে সন্তানের জন্ম দেন অভিযুক্ত ঝর্না। সেখান থেকেই শিশু বিক্রির বিষয়ে যোগাযোগ করা হয় বলে সন্দেহ করা হচ্ছে। এই ঘটনায় কোনও পাচার চক্রের যোগ রয়েছে কি না, খতিয়ে দেখছে পুলিশ।