পুকুর থেকে এক প্রৌঢ়ার মৃতদেহ উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে পাটুলির ফুলবাগানে। মৃতার নাম শিপ্রা চক্রবর্তী (৬৭)। এ দিন প্রাতর্ভ্রমণকারীরা পুকুরে ওই মহিলার দেহ ভাসতে দেখে পুলিশকে জানান। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিপ্রাদেবী সিরিয়ালে অভিনয় করতেন। পুলিশের অনুমান, ওই প্রৌঢ়া আত্মঘাতী হয়েছেন। তবে কোনও সুইসাইড নোট মেলেনি।
আবার এ দিনই দুপুরে যাদবপুর এলাকার পূর্বালোকে এক আবাসনের একটি ঘর থেকে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম পরেশ ঘরামি (৬০)। তিনি ওই আবাসনেরই কেয়ারটেকার ছিলেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই ব্যক্তি আত্মঘাতী হয়েছেন।