Advertisement
০৭ মে ২০২৪
Coronavirus in Kolkata

Omicron in Kolkata: ব্রিটেন-ফেরত আরও দুই ওমিক্রন-আক্রান্ত শহরে, তাদের একজন পাঁচ বছরের শিশু!

রাজ্যে প্রথম ওমিক্রনের হদিশ মিলেছিল হায়দরাবাদ থেকে আসা এক সাত বছরের শিশুর শরীরে। এ বার আরও এক শিশু আক্রান্ত  হল কোভিডের নয়া রূপে।

বুধবারই রাজ্যে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ১১ ছুঁয়েছিল। এ বার তা বেড়ে হল ১৩।

বুধবারই রাজ্যে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ১১ ছুঁয়েছিল। এ বার তা বেড়ে হল ১৩। ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২১ ২২:৩৭
Share: Save:

রাজ্যে আরও দু’জন ওমিক্রনে আক্রান্তের হদিশ মিলল। তাদের মধ্যে এক পাঁচ বছরের শিশুও রয়েছে। আর এক জনের বয়স ৪৪ বছর। এই দুই ওমিক্রন আক্রান্তই সদ্য ব্রিটেন থেকে ফিরেছে বলে জানা গিয়েছে।

দুই ওমিক্রন-আক্রান্তই বর্তমানে কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। হাসপাতাল সূত্রে খবর, দু’জনেই উপসর্গহীন। তাও কোভিডবিধি মেনেই তাঁদের আইসোলেশন কেবিনে রাখা হয়েছে।

বুধবারই রাজ্যে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ১১ ছুঁয়েছিল। এ বার তা বেড়ে হল ১৩। প্রসঙ্গত, রাজ্যে প্রথম ওমিক্রনের হদিশ মিলেছিল হায়দরাবাদ থেকে আসা এক সাত বছরের শিশুর শরীরে। এ বার আরও এক শিশু আক্রান্ত হল কোভিডের নয়া রূপে।

উল্লেখ্য, কলকাতায় ব্রিটেন থেকে আসা বিমানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ব্রিটেনে ওমিক্রন পরিস্থিতি নজরে রেখেই বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নিয়েছে নবান্ন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Coronavirus in Kolkata Omicron Covid 19 corona
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE