মামা আর ভাগ্নে। ফর্সা, মাঝারি মাপের চেহারা। উত্তর ভারতের ওই দুই যুবক একসঙ্গে যাত্রা করবেন— এমনই তথ্য এসেছিল কলকাতা বিমানবন্দরের শুল্ক অফিসারদের কাছে। মঙ্গলবার মাঝরাতে ব্যাঙ্কক যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে দু’লক্ষ ২৮ হাজার ৫০০ ইউরো সমেত ধরা পড়েছেন ওই মামা-ভাগ্নে। বাজেয়াপ্ত ইউরোর দাম ভারতীয় মুদ্রায় প্রায় এক কোটি ৭২ লক্ষ টাকা।
রবিবার রাতেই দিল্লি বিমানবন্দরে বিমানের ভিতর থেকে তিন কোটি টাকারও বেশি মূল্যের ডলার সমেত ধরা পড়েছেন দেবশী কুলশ্রেষ্ঠ নামে জেট এয়ারওয়েজের এক বিমানসেবিকা। অভিযোগ, তিনি ওই ডলার নিয়ে হংকং যাচ্ছিলেন। বিমানসেবিকারা যে ব্যাগ নিয়ে যাতায়াত করেন, সেই ব্যাগের ভিতরে ফয়েলে মোড়া ছিল ওই ডলার।
আর মঙ্গলবার রাতে যে দুই যুবক ধরা পড়েছেন, তাঁদের জুতোর সুখতলায় লুকনো ছিল ইউরো। শুল্ক অফিসারদের দাবি, এর আগে কলকাতায় একসঙ্গে এত বিশাল অঙ্কের বিদেশি মুদ্রা ধরা পড়ার বেশি নজির নেই। ধৃতদের নাম বশিষ্ঠকুমার সিংহ (৩০) এবং অনুপ শ্রীনেত (২২) বলে জানিয়েছে শুল্ক দফতর। মামা বশিষ্ঠ থাকেন হাওড়ায়। ভাগ্নে অনুপ থাকেন উত্তরপ্রদেশে। পাসপোর্ট পরীক্ষা করে জানা গিয়েছে, বশিষ্ঠ আগে কখনও বিদেশে যাননি। তাঁর পাসপোর্ট হয়েছে গত বছরের সেপ্টেম্বর মাসে। আর ভাগ্নে অনুপ ২০১৪ সালে পাসপোর্ট বানিয়ে বারবার বিদেশে যাতায়াত করেছেন। ফলে, বিদেশি মুদ্রা পাচারে ভাগ্নেই মামাকে জড়িয়ে নিয়েছিলেন বলে প্রাথমিক ভাবে মনে করছেন শুল্ক অফিসারেরা।