Advertisement
২৪ এপ্রিল ২০২৪

চিকিৎসাধীন দুষ্কৃতীর হাতে আক্রান্ত দুই পুলিশকর্মী

বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন এক দুষ্কৃতীর জবানবন্দি নিতে গিয়ে তার হাতেই আক্রান্ত হলেন কড়েয়া থানার দুই পুলিশকর্মী। পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে পার্ক সার্কাস চার নম্বর ব্রিজের কাছে একটি নার্সিংহোমে। আক্রান্ত দুই পুলিশকর্মীর নাম সনৎ ঘোষ এবং আর এন গুহ। দু’জনেই কড়েয়া থানার অফিসার। এর মধ্যে সনৎবাবুর হাতে চোট লেগেছে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০২ জুলাই ২০১৫ ২২:১৩
Share: Save:

বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন এক দুষ্কৃতীর জবানবন্দি নিতে গিয়ে তার হাতেই আক্রান্ত হলেন কড়েয়া থানার দুই পুলিশকর্মী।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে পার্ক সার্কাস চার নম্বর ব্রিজের কাছে একটি নার্সিংহোমে। আক্রান্ত দুই পুলিশকর্মীর নাম সনৎ ঘোষ এবং আর এন গুহ। দু’জনেই কড়েয়া থানার অফিসার। এর মধ্যে সনৎবাবুর হাতে চোট লেগেছে। প্রাথমিক চিকিৎসার পর অবশ্য তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর।

পুলিশ সূত্রে খবর, গত ২৯ জুন কড়েয়ার ব্রাইট স্ট্রিটে দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত হন মহম্মদ আকবর ওরফে কানা আকবর এবং মহম্মদ কাদির নামে দু’জন। বৃহস্পতিবার আকবরের কাছ থেকে জবানবন্দি নেওয়ার জন্য ওই নার্সিংহোমে যান ওই দুই পুলিশকর্মী। অভিযোগ, চিকিৎসাধীন আকবরের সঙ্গে ওই পুলিশকর্মীরা কথা বলার চেষ্টা করা মাত্রই সে হাতের সামনে থাকা একটি ইঞ্জেকশনের সিরিঞ্জ নিয়ে সনৎ ঘোষকে আক্রমণ করেন। এতে হাতে চোট পান তিনি। সনৎবাবুকে বাঁচাতে গিয়ে সামান্য চোট পান অন্য পুলিশকর্মীও। পুলিশ জানিয়েছে, ঘটনার পর আত্মহত্যার চেষ্টা করে আকবর। পুলিশকর্মীরা অবশ্য তাকে ধরে ফেলেন। পরে বেনিয়াপুকুর থানায় আকবরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

criminals police Beniapukur bright street
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE