Advertisement
১৬ এপ্রিল ২০২৪

সাইবার প্রতারণার অভিযোগে সল্টলেকে গ্রেফতার দুই যুবক

পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানতে পারে, ওই অফিসের টেলিকলাররা আমেরিকার গ্রাহকদের ফোন করে নিজেদের আমেরিকা সরকারের অনুদান দফতরের কর্মী হিসেবে পরিচয় দিত।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ অগস্ট ২০১৭ ০১:২৩
Share: Save:

সাইবার অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ যত সক্রিয় হচ্ছে, ততই বাড়ছে অপরাধ। বুধবার রাতে সল্টলেকের পাঁচ নম্বর সেক্টরে এক অফিসে হানা দিয়ে একটি সংস্থার দুই কর্তাকে গ্রেফতার করেছে বিধাননগর সাইবার থানার পুলিশ। ধৃতদের নাম অঙ্কুর দুবে (২৫) এবং প্রসেনজিৎ প্রভাত ওরফে বাবুল (২৬)। বৃহস্পতিবার বিধাননগর আদালতে তাঁদের চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ হয়।

পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানতে পারে, ওই অফিসের টেলিকলাররা আমেরিকার গ্রাহকদের ফোন করে নিজেদের আমেরিকা সরকারের অনুদান দফতরের কর্মী হিসেবে পরিচয় দিত। বলা হত, গ্রাহকদের মোবাইল নম্বরটি নির্বাচন করা হয়েছে। ফলে তাঁরা অনুদান পাবেন। অনুদানের নাম করে গ্রাহকদের প্রতারিত করা হতো।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, কল সেন্টার চালানোর অনুমতি ওই সংস্থার ছিল না। এ ছাড়া বিদেশে ফোন করার ক্ষেত্রে ইন্টারন্যাশনাল ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল ব্যবহার হতো। তার জন্যও বিশেষ অনুমতি ছিল না ওই সংস্থার। টেলিকমিউনিকেশন দফতরের অনুমতিও ছিল না। পুলিশ জানায়, এর ফলে ওই ফোনগুলির উপরে কেন্দ্রীয় সরকারের কোনও নিয়ন্ত্রণ থাকে না। কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি ছাড়াও দেশের নিরাপত্তার দিক থেকে তা বিপজ্জনক।

পুলিশের অনুমান, ঘটনায় ধৃতেরা ছা়ড়াও অনেকে জড়িত। তাই তাঁদের হেফাজতে নিয়ে বাকি সদস্যদের হদিস পেতে চাইছে পুলিশ। গ্রাহকদের প্রতারিত করে যে টাকা মেলে তা ঘুরপথে ওই সংস্থার হাতে এসেছে বলে অনুমান। সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

youth cyber fraud Cyber Crime সাইবার
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE